Badshah Controversy: মহাদেবের গানে অশ্লীল শব্দ ব্যবহারে বিপাকে বাদশা

Badshah Controversy: মহাদেবের গানে অশ্লীল শব্দ ব্যবহারে বিপাকে বাদশা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 24, 2023 | 8:58 PM

ব়্যাপার বাদশার সম্প্রতি মুক্তি পাওয়া গান ‘সনক’ এবার বিতর্কের কেন্দ্রে। মহাদেবের গানে অশ্লীল শব্দের ব্যবহার? প্রতিবাদে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

টুইটারকে খোঁচা বিগ-বির
দিন কয়েক আগেই টুইটারে ব্লু-টিক হারিয়েছিলেন গোটা বিশ্বের একাধিক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এই তালিকায় ছিলেন স্বয়ং বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। ব্লু টিক খুইয়ে সঙ্গে-সঙ্গেই ধার্য টাকা দিয়ে ব্লুটিক ফিরে পাওয়ার আর্জি জানিয়েছিলেন বিগ বি। ২৪ ঘণ্টা পর নামের পাশে নীল দাগ ফিরে পেয়ে রসিকতা করে টুইটারে অমিতাভ লিখলেন, “আরে টুইটার মাসি, আমরা তো টাকা দিয়ে দিলাম। আর এখন তুমি জানাচ্ছ, ১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকলে টুইটার ফ্রি? আমার তো ৪৮.৪ মিলিয়ন। তাহলে এখন আমি কী করব বল দেখি?”

প্রথম সপ্তাহে আয় কত?
ইদ মানেই সলমন খান। বক্স অফিসে ঝড় তুলবে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবি, আশা ছিল এমনটাই। তবে প্রথম দিন ছবির আয় রীতিমত চিন্তায় ফেলেছিল সকলকে। যদিও প্রথম সপ্তাহ শেষে ঘুরল ভাগ্যের চাকা। ছবির মোট আয় বেড়ে দাঁড়াল ৬৮.১৭ কোটি টাকা। চলতি সপ্তাহেই ছবি ১০০ কোটির ক্লাবে ঢোকার সম্ভাবনা।

এ কী করলেন আলিয়া?
মেয়ে রাহার ছবি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি আলিয়া ভাট। তবে সোমবার ভক্তদের মনে পুলক জাগিয়ে বর রণবীর ও রাহার একান্তে তোলা একটি ছবি তিনি শেয়ার করে বসেন। তবে তা কিছুক্ষণের জন্যই। কয়েকমুহূর্তে তা আবারও ডিলিট করে দেন আলিয়া। যদিও ততক্ষণে ছবি নেটপাড়ায় ভাইরাল। কেন এমনটা করলেন? উত্তর খুঁজছে নেটপাড়া।

ক্ষমা চাইলেন বাদশা
ব়্যাপার বাদশার সম্প্রতি মুক্তি পাওয়া গান ‘সনক’ এবার বিতর্কের কেন্দ্রে। মহাদেবের গানে অশ্লীল শব্দের ব্যবহার? প্রতিবাদে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যদিও বিষয়টি নজরে আসতেই ক্ষমা চাইলেন গায়ক, লিখলেন: “আপত্তিকর শব্দগুলি বদল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে সবটা মিটতে কিছুটা সময় লাগবে। যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি মন থেকে ক্ষমাপ্রার্থী।”

‘কোনঠাসা’ রাধিকা?
বলিউডের অন্যধারার অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাধিকা আপ্তে। একপেশে চরিত্রের প্রস্তাবই ফিরে-ফিরে আসে তাঁর ঝুলিতে। এই স্টেরিওটাইপ কি ভাঙা সম্ভব? নাকি তিনি অন্য চরিত্রে কাজ পান না তিনি? এই প্রসঙ্গে রাধিকার যুক্তি, অভিনয়টা এখন ফ্রিল্যান্সিং-এ পরিণত হয়েছে। যা চাই, তাই-ই পাওয়া সম্ভব নয়। আর প্রত্যাখ্যানটা অভিনেতাদের কাজেরই অংশ।

অনুষ্কার সঙ্গে নাচতে গিয়ে চোট বিরাটের
বিরুষ্কা জুটি বরাবরই দর্শকদের মন জয় করে নিয়েছে। নাচ করার সুযোগ পেলে এক পায়ে খাড়া হয়ে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠ হোক বা মাঠের বাইরে—কোহলি নাচ করলেই তা সুপার-ডুপার হিট। তবে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নাচতে গিয়ে এ কী কাণ্ড ঘটালেন ক্রিকেটার? পেলেন পায়ে চোট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরুষ্কার সেই নাচের সেই ভিডিয়ো।

অসুস্থ শোলাঙ্কি
কেবল ‘গাঁটছড়া’ নয়, অভিনয় থেকে খানিক বিরতি নিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। শরীরের অবস্থা ভাল নয়। কমছে ওজন, মেগা করে বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যায় না। তাই ডাক্তারের পরামর্শেই অভিনয় থেকে নিলেন বিরতি। তবে তা খুব বেশিদিনের জন্য নয়। TV9 বাংলাকে জানালেন, দুই থেকে তিন মাসের মধ্যেই করবেন কামব্যাক।

সম্পর্কে ফাটল?
মৌনি রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়াকে সচরাচর একসঙ্গে দেখা যায় না। কিন্তু কেন? তবে কী সম্পর্কে ফাটল ধরল? না, সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খোলেন মৌনি। জানান, সুরজ বেজায় লাজুক প্রকৃতির। তাই ক্যামেরা এড়িয়ে চলেন তিনি। লাইমলাইট থেকে দূরে থাকতেই চেষ্টা করেন তিনি।

নোবেল বিতর্ক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বাংলাদেশের গায়ক নোবেল এভাবে মিথ্যে বলে চলেছেন সকলের সামনে? এবার ফাঁস করলেন তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। নোবেল প্রকাশ্যে বলে থাকেন, তিনি সিঙ্গল। তবে তাঁর স্ত্রী ফাঁস করলেন, এখনও পর্যন্ত বিবাহ বিচ্ছেদই হয়নি। তাঁরা আলাদা থাকেন ঠিকই, তবে নোবেল এখনও আইনত বিবাহিতই। শুনে আবারও অবাক নেটপাড়া।