Bengal Business Council 2023: বইমেলা প্রাঙ্গণে ভাল নেতা গড়ার কর্মশালা!
বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য নিয়ে চর্চা করার সংগঠন। স্টলে রয়েছে বাংলার আদর্শ নেতাদের ছবি। পোস্টার। বই। আর এই অভিনব কর্মশালা। কিন্তু ভাল নেতা গড়ার কোনও ফর্মুলা হয় কি? বঙ্গ যোদ্ধার সদস্য ডঃ অরিন্দম বিশ্বাস জানান, সততা একটি অন্যতম শর্ত
বইমেলা প্রাঙ্গণে মেলা। বিষয় বাঙালির ব্যবসা। বাঙালির সংস্কৃতি। ঐতিহ্য। সেখানেই একটি স্টলে নজরে পড়ল অভিনব পোস্টার। ভাল বাঙালি নেতা তৈরির কর্মশালা। এও হয় নাকি। বাংলায় কি নেতা কম পড়িয়াছে?বঙ্গযোদ্ধা। বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য নিয়ে চর্চা করার সংগঠন। স্টলে রয়েছে বাংলার আদর্শ নেতাদের ছবি। পোস্টার। বই। আর এই অভিনব কর্মশালা। কিন্তু ভাল নেতা গড়ার কোনও ফর্মুলা হয় কি? বঙ্গ যোদ্ধার সদস্য ডঃ অরিন্দম বিশ্বাস জানান, সততা একটি অন্যতম শর্ত। তবে কর্মশালায় তেমন ভিড় জমলো না। তবে কি এই বাঙালি প্রজন্ম নেতা হতে চায় না!
Published on: Apr 24, 2023 06:41 PM
Latest Videos