প্রেমের কী কোনও বয়স হয়?পুরনো প্রেমও যেন নতুন হয়ে উঠতে পারে যে কারও জীবনে।তেমনই এক বয়স্ক দম্পতির সন্ধান পেল এই নেটপাড়া।সমুদ্রের এই অতিন্দ্রিয় সুখ কীভাবে যে তাঁরা গায়ে মাখছেন,তা নজর কেড়েছে নেটিজ়েনদের।ভিডিয়োতে দেখা গেলে, অস্তমিত সূর্যের দিকে চেয়ে রয়েছেন বয়স্ক দম্পতি।একে অপরকে আগলে রয়েছেন।সূর্যের দিকে চেয়ে থাকতে থাকতে বৃদ্ধা তাঁর ঠোঁটটা বাড়ালেন বৃদ্ধের গালের দিকে।এদিকে বয়স্ক মানুষটাও তখন তার গাল এগিয়ে দেন।দুজনে এমনই আদরে একে অপরকে আগলে রাখেন,যা সত্যিই অবাক করেছে কচিকাচাদেরও।ইনস্টাগ্রামে modern.balak নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে।প্রায় ৬ লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে।কেউ বলেছেন,’আমার জীবনে আমি শুধু এই একটাই জিনিস চাই’।কেউ আবার যোগ করেছেন, ‘এ যেন নাটকীয়ভাবে স্বপ্নময় একটা দৃশ্য’।