Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Sim Card Fraud: পুরনো সিম কার্ড ফেলে দিলে বাড়বে বিপদ!

Old Sim Card Fraud: পুরনো সিম কার্ড ফেলে দিলে বাড়বে বিপদ!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Apr 07, 2023 | 10:57 PM

Bank Fraud: অনেকে একটি নতুন সিম পেয়ে, পুরনো সিম কার্ডটি ফেলে দেন। কিন্তু ফেলে দেওয়ার আগে কি সেটিকে বন্ধ করেন? যে কোনও সিম কার্ড বন্ধ না করে ফেলে দেওয়া উচিত নয়। কারণ তারপর যে কেউ এটি ব্যবহার করতে পারে।

অনেকে একটি নতুন সিম পেয়ে, পুরনো সিম কার্ডটি ফেলে দেন। কিন্তু ফেলে দেওয়ার আগে কি সেটিকে বন্ধ করেন? যে কোনও সিম কার্ড বন্ধ না করে ফেলে দেওয়া উচিত নয়। কারণ তারপর যে কেউ এটি ব্যবহার করতে পারে। যদি এটি কোনও ভুল উপায়ে ব্যবহার করা হয়, তবে আপনাকেই জবাব দিতে হবে। এমনকি আপনার জেলও হতে পারে। যদি নতুন সিম কার্ড নেওয়ার পরে আপনার কাছে পুরনো সিম কার্ডটি চাওয়া হয়,তাহলে সতর্ক হন। কারণ কোনও সিম কোম্পানিই আপনাকে ফোন করে পুরনো সিম চেয়ে নেয় না। ভুল করেও কারও সঙ্গে সিম কার্ড শেয়ার করবেন না। কারণ কেউ আপনার সিম কার্ড থেকে কাউকে কল করে টাকা চাইতে পারে। সিম কার্ড নিয়ে ভারতে কঠোর আইন রয়েছে। এজন্য আপনাকে আপনার সিম কার্ডের খুব যত্ন নিতে হবে। সিম কার্ড সোয়াপিংয়ের মাধ্যমেও আপনার ক্ষতি হতে পারে। প্রতারকরা একই নম্বরের আরেকটি সিম কার্ড ইস্যু করে,আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো টাকা হাতিয়ে নিতে পারে।