Ghatal News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়ে বউ হারালো বর, হাতে প্লাকার্ড নিয়ে ধরনাই বসলো স্বামী

Ghatal News: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়ে বউ হারালো বর, হাতে প্লাকার্ড নিয়ে ধরনাই বসলো স্বামী

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 17, 2023 | 8:36 PM

ঘাটাল থানার দীর্ঘগ্রামে বাড়ি ওই যুবকের নাম সৌরভ চানক এক বছর আগে ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ করে বিবাহ করে ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কোয়েল সামন্ত কে। তার পরেই দুই জনে বিবাহ করে, কিন্তু এই বিয়ে মেয়ের পরিবারের তরফ থেকে মেনে নেয়নি। দীর্ঘ বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, হঠাৎ করে মেয়ের বাবার উত্তম সামন্ত, সহ পরিবারের সদস্যরা গিয়ে সৌরভের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আসে শ্বশুর বাড়ি যাবার জন্য

পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। জানা যায় ঘাটাল থানার দীর্ঘগ্রামে বাড়ি ওই যুবকের নাম সৌরভ চানক এক বছর আগে ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ করে বিবাহ করে ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কোয়েল সামন্ত কে। তার পরেই দুই জনে বিবাহ করে, কিন্তু এই বিয়ে মেয়ের পরিবারের তরফ থেকে মেনে নেয়নি। দীর্ঘ বেশ কিছুদিন কেটে যাওয়ার পর, হঠাৎ করে মেয়ের বাবার উত্তম সামন্ত, সহ পরিবারের সদস্যরা গিয়ে সৌরভের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আসে শ্বশুর বাড়ি যাবার জন্য। তারপরেই ঘটলো যত বিপদ, শশুর বাড়ি গিয়েই বউ হারালো সৌরভ। অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে গিয়েও একাই ফিরতে হলো বরকে, সৌরভের অভিযোগ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে এবং তার বউকে মারধর করে বাড়িতে জোর পূর্ব আটকে রাখা হয়েছে। তারপরে মঙ্গলবার সকাল থেকে বউকে ফিরে পেতে, বিয়ের সমস্ত নথিপত্র ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বউ ফিরে পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ি, গেটের সামনে ধরনায় বসে সৌরভ। দীর্ঘক্ষণ ধরে বসে থাকলেও, কোয়েলের বাড়ির তরফ থেকে, কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। বাড়িতে তালা লাগিয়ে বাড়ির ভিতর বসে রয়েছে তারা। যদিও এই কান্ড দেখতে উৎসুক জনতা মাঝেমধ্যে আসছেন বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন। এ বিষয়ে ঘাটাল থানার পুলিশ সূত্রে খবর, তারা বিষয়টি শুনেছেন, কিন্তু তাদের কাছে এখনো কেউ লিখিত কোন অভিযোগ করেনি। বেলা যতো গড়াচ্ছে এই আন্দোলনে সামিল হয়েছে তার পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরাও।