IPL 2023 Final: আইপিএল ফাইনালের রাতে অর্ডার ২৪২৩ কন্ডোম!
এমএস ধোনির দুরন্ত স্টাম্পিং মনে থেকে যাবে ক্রিকেট অনুরাগীদের সারা জীবন। এমন সময় সুইগি ইন্সটামার্ট একটি টুইট করেছে যা দেখে নেট দুনিয়ায় মজা করা শুরু হয়ে গেছে। তারা ফাইনাল খেলা চলার সময় কন্ডোম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে ট্যাগ করা হয়েছে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ডুরেক্স-কে। সেই পোস্টে লেখা হয় এখনো পর্যন্ত ডেলিভারি করা হয়েছে ২৪২৩ টি কন্ডোম
আইপিএলের ফাইনালে অবিশ্বাস্য ম্যাচ দেখল ক্রিকেট অনুরাগীরা। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস – এর ফাইনাল ম্যাচে জয় পায় এমএস ধোনি। এমএস ধোনির দুরন্ত স্টাম্পিং মনে থেকে যাবে ক্রিকেট অনুরাগীদের সারা জীবন। এমন সময় সুইগি ইন্সটামার্ট একটি টুইট করেছে যা দেখে নেট দুনিয়ায় মজা করা শুরু হয়ে গেছে। তারা ফাইনাল খেলা চলার সময় কন্ডোম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে ট্যাগ করা হয়েছে কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ডুরেক্স-কে। সেই পোস্টে লেখা হয় এখনো পর্যন্ত ডেলিভারি করা হয়েছে ২৪২৩ টি কন্ডোম। এই টুইট ভাইরাল হয় ১ ঘণ্টার মধ্যে। ভিউস হয়েছে ২.৯ লাখ। এই টুইটে লাইকের বন্যা বয়েছে। অনেকে মজা করে লিখেছেন ২৪২৩ খেলোয়াড় খেলেছেন নিরাপদে। চেন্নাই সুপার কিংস এবারে পঞ্চম আইপিএল ট্রফি জিতে নিয়েছে।
Latest Videos