২১শে মার্চ । বিশ্ব কবিতা দিবস। এই জমানায় যাঁর কবিতা সবচেয়ে বেশি ভিউ দিচ্ছে তিনি রুদ্রনীল ঘোষ। রাজনীতির কথাকবি শ্রী রুদ্রনীলের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললেন। তাঁর অনুপ্রেরণায় কবি বিরোধীদলের কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, মদন মিত্রর কবিতারও নম্বর দিলেন । সঙ্গে দুঃখ প্রকাশ করলেন শ্রীজাত , সুবোধ সরকার, জয় গোস্বামীর কবিতা নিয়ে। তাঁর বক্তব্য কবিতায় অন্যায়ের প্রতিবাদ করতে। কবিতা দিবসে আশা করছেন সেই কবিরা আবার লিখবেন আগের মত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠের পাশাপাশি নিজের লেখা নতুন একটি কবিতাও পড়লেন টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জন্য।