Gobordanga: বাপ-দাদার কবরের মাটি তুলে ব্যক্তি চলে এলেন শুনানি কেন্দ্রে
SIR: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন।
যত কাণ্ড যেন নন্দীগ্রামে। গত দু’দিন আগে দেখা গিয়েছিল নন্দীগ্রামের কেন্দ্যেমারি গ্রাম পঞ্চায়েতে SIR ক্যাম্পে কাগজ ভর্তি ট্রাঙ্ক নিয়ে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। আর এখানে দেখা গেল শুধু কাগজ ভর্তি ট্রাঙ্ক নয়, সঙ্গে বাপ-দাদার কবরের মাটিও তুলে এনেছেন। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদ নামের এক ব্যক্তিকে ট্রাঙ্ক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢোকেন। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তার সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তিনি দাবি করছেন, এই ট্রাঙ্কের মধ্যে সমস্ত কাগজপত্র এনেছেন।