Anandapur Fire: ‘দম বন্ধ হয়ে যাচ্ছে, বের হতে পারছি না’
Kolkata: উদ্বিগ্ন পরিবার, মনে দানা বেঁধেছে প্রাণ সংশয়ের ভয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ৮ জনের। বিকেল গড়ানোর পর এসেছে জেসিবি। হা-হুতাশ করছেন নিখোঁজের পরিবার। জানা যাচ্ছে, যাঁরা ভিতরে আটকে ছিলেন তাঁদের একজন ফোনে বাড়ির লোককে জানিয়েছিলেন দমবন্ধ হয়ে আসেছে। ভিতরে থাকতে পারছেন না তাঁরা।
গভীর রাত থেকে জ্বলছে আনন্দপুরের নামজাদা মোমো কোম্পানির কারখানা। রাতে নাইট শিফ্টে কারখানার মধ্যে থাকা কর্মীদের কোনও খোঁজ নেই। নিখোঁজ প্রায় পঁচিশ জন। কিন্তু সময়ের সঙ্গে বেড়েছে সেই সংখ্যা। উদ্বিগ্ন পরিবার, মনে দানা বেঁধেছে প্রাণ সংশয়ের ভয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ৮ জনের। বিকেল গড়ানোর পর এসেছে জেসিবি। হা-হুতাশ করছেন নিখোঁজের পরিবার। জানা যাচ্ছে, যাঁরা ভিতরে আটকে ছিলেন তাঁদের একজন ফোনে বাড়ির লোককে জানিয়েছিলেন দমবন্ধ হয়ে আসেছে। ভিতরে থাকতে পারছেন না তাঁরা।
Published on: Jan 26, 2026 07:15 PM