বাঁকুড়াতেও মায়ারানি, দিনাজপুরেও মায়ারানি, ৪৪ জায়গায় একই ভোটার!
পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ার বাসিন্দা মায়ারানি গোস্বামী। ৪৭ নম্বর বুথের ভোটার তিনি। সরকারি ঘর পেয়েছেন। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন তিনি। পরিচারিকার কাজ করেন। স্বামী মারা গিয়েছেন। জেলায় জেলায় তাঁর নাম উঠল কীভাবে!
পরিচারিকার কাজ করেন। সাধারণ সাদামাটা জীবন। নিয়ম মেনে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু সেই ফর্মে থাকা কিউ আর কোড স্ক্যান করতেই বিএলও-র চোখ কপালে। দুই বা তিন জায়গায় নয়, ৪৪টি জায়গায় নাম রয়েছে এই একই মায়ারানি গোস্বামীর।
নাম এক, ছবি এক। শুধু ছবিগুলো আলাদা। এই অবস্থা দেখে কমিশনের কর্তারা হতবাক। মায়ারানির দাবি, তিনি কিছুই জানেন না। বিজেপি বলছে, এই ঘটনা দেখেই বোঝা যাচ্ছে, কেন রাজ্যে এসআইআর-এর প্রয়োজনীয়তা ছিল?
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা এই মায়ারানি গোস্বামী। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোরও বেড়েছে।
Published on: Nov 24, 2025 02:59 PM

