Agnimitra Paul: ‘হাতে আর মাত্র ৮ মাস’, কীসের ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা?
বালি, পাথর, ইট, এমনকি গরু—বাংলায় সব কিছুতেই চুরি! শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে এমনই তোপ দাগলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, “বাংলায় যদি এসব চুরি না হয়, তবে আর কোথায় হবে?” শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তিনি, শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাতে আর মাত্র আট মাস। প্রস্তুত হোন।” এই মঞ্চ থেকেই অগ্নিমিত্রা জানান, […]
বালি, পাথর, ইট, এমনকি গরু—বাংলায় সব কিছুতেই চুরি! শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে এমনই তোপ দাগলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, “বাংলায় যদি এসব চুরি না হয়, তবে আর কোথায় হবে?”
শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তিনি, শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাতে আর মাত্র আট মাস। প্রস্তুত হোন।”
এই মঞ্চ থেকেই অগ্নিমিত্রা জানান, বাংলায় হিন্দুদের জাগরণ ঘটাতেই শুরু হবে গীতাপাঠের কর্মসূচি। তাঁর কথায়, “এই বাংলায় হিন্দু জাগরণের জন্য ১০ লক্ষ গীতাপাঠ করতে হবে।”
রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে অগ্নিমিত্রার মন্তব্যে বিজেপির হিন্দুত্ব নির্ভর প্রচার রণকৌশল স্পষ্ট হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের। আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো