বুদ্ধিমত্তার দিক থেকে মানুষের কাছাকাছি পর্যায়ে রয়েছে শিম্পাঞ্জি,ওরাংওটাং ও বানর প্রজাতির প্রাণীরা।লস এঞ্জেলেস চিড়িয়াখানার ওরাংওটাং ঘরের মধ্যে একটি বোতল পড়ে যায়।সেখানে দু’টি ওরাংওটাং উপস্থিত ছিল।ওই পড়ে যাওয়া বোতলটি তারা ঠিক নিজেদের কাছে নিয়ে এল।ভিডিয়োয় দেখা যাচ্ছে,ওরাংওটাং দু’টি একটি বড় গাছের ছাল জোগাড় করেছে।তারপর তারা সেটি খাঁচার ওপারে বের করতে চাইছে।অনেকক্ষণ চেষ্টার পরে তারা সেই গাছের ছালটিকে খাঁচার বাইরে বের করল।তারপরে ছালটি নালায় ফেলে দিয়ে,তা দিয়ে বোতলটিকে টানতে থাকল।আর চেষ্টার ফলস্বরূপ তারা সেই বোতলটি হাতের নাগালে পেয়েও গেল।আর তা পেতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল দু’জন।বোতলটি নিয়ে সোজা মুখে ঢুকিয়ে দিল।তাদের এই কান্ড দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে।টুইটারে @RobertoCardel18 নামের একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’প্রাণীরা আপনার ধারণার চেয়ে বেশি স্মার্ট’।ভাইরাল হওয়া আসল ভিডিয়োটি এখনও পর্যন্ত দুই কোটিরও বেশি ভিউ হয়েছে।