Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tuvalu Island: সাগরজলে ডুবছে এই দেশ!

Tuvalu Island: সাগরজলে ডুবছে এই দেশ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 13, 2023 | 5:07 PM

সাগরজলে ডুবছে এই দেশ। প্রশান্ত মহাসাগরে আংটির মতো দ্বীপরাষ্ট্র টুভালু। জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই দেশ এখন সমুদ্রের জলের তলায় ডুবতে বসেছে। বছরে ৩.৯% করে বাড়ছে সমুদ্রের জল। ৯টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে ১২,০০০ মানুষের বাস। মনুষ্য বসবাসের যোগ্য অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থাকে মাত্র ২ মিটার ওপরে। আংটি আকৃতির প্রবাল প্রাচীরে ঘেরা এই দেশকে ঘিরে আছে উপসাগর।

সাগরজলে ডুবছে এই দেশ। প্রশান্ত মহাসাগরে আংটির মতো দ্বীপরাষ্ট্র টুভালু। জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই দেশ এখন সমুদ্রের জলের তলায় ডুবতে বসেছে। বছরে ৩.৯% করে বাড়ছে সমুদ্রের জল। ৯টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে ১২,০০০ মানুষের বাস। মনুষ্য বসবাসের যোগ্য অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থাকে মাত্র ২ মিটার ওপরে। আংটি আকৃতির প্রবাল প্রাচীরে ঘেরা এই দেশকে ঘিরে আছে উপসাগর। প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড় এই দ্বীপের বাসিন্দাদের ঘুম উড়িয়ে দেয়। প্লাবন আর নিশ্চিহ্ন হয়ে যাবার বিপন্নতা দেশ জুড়ে। আগে এখানে পর্যটকরা আসতেন, সিনেমার শ্যুটিং হত। এখন শুনশান খাঁ খাঁ। পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে আছে একটি এয়ারপোর্ট। ২য় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩তে জাপানি আক্রমণ মোকাবিলায় তৈরি হয় ফুনাফুটি বিমানবন্দর। ৭২জন যাত্রীবাহী একটি বিমান সপ্তাহে ৩ বার টুভালু থেকে যায় ফিজির রাজধানী সুভা।

Published on: Aug 13, 2023 05:04 PM