Blast in Delhi: দিল্লি বিস্ফোরণে স্পষ্ট হচ্ছে পাক যোগ! হামলার নেপথ্যে কি জইশ-ই মহম্মদ?
Blast in Delhi: সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদের মহিলা শাখার মাথায় এই শাহিন। নাশকতার জন্য প্রায় ৪০ লক্ষ টাকার ফান্ড এসেছিল তাঁর কাছে। বেশ কিছুদিন সে বেপাত্তাও ছিল। তাঁর কোনও খোঁজও পাওয়া যাচ্ছিল না। সূত্রের খবর, মাসুদ আজাহারের বোনের সঙ্গেও সরাসরি যোগাযোগ রয়েছে শাহিনের।
নয়া দিল্লি: দিল্লি বিস্ফোরণে ক্রমেই স্পষ্ট হচ্ছে পাক যোগ। জঙ্গি যোগের প্রসঙ্গ উঠতেই বারবার উঠে আসছে একটাই নাম শাহিন শাহিদ। সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদের মহিলা শাখার মাথায় এই শাহিন। নাশকতার জন্য প্রায় ৪০ লক্ষ টাকার ফান্ড এসেছিল তাঁর কাছে। বেশ কিছুদিন সে বেপাত্তাও ছিল। তাঁর কোনও খোঁজও পাওয়া যাচ্ছিল না। সূত্রের খবর, মাসুদ আজাহারের বোনের সঙ্গেও সরাসরি যোগাযোগ রয়েছে শাহিনের। শুধু তাই নয়, একইসঙ্গে উঠে আসছে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য।

