Pakistani Cricketer Anil Dalpat: দেশ ছাড়েন পাকিস্তানের হিন্দু ক্রিকেটার

Pakistani Cricketer Anil Dalpat: দেশ ছাড়েন পাকিস্তানের হিন্দু ক্রিকেটার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 5:01 PM

পাকিস্তান ক্রিকেটে একাধিক ও মুসলিম ক্রিকেটার খেলেছেন। দানিশ কানোরিয়া বা ইউসুফ ইউহানারও আগে ১৯৮৪তে জাহির আব্বাসের পাকিস্তান দলে টেস্ট অভিষেক অনিল দলপতের। অনিলের বাবা দলপত সোনভারিয়া ক্রিকেট ভক্ত ছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার নরম্যান ও'নেইলের নামে পুত্রের নাম রাখেন অনিল।

পাকিস্তান ক্রিকেটে একাধিক ও মুসলিম ক্রিকেটার খেলেছেন। দানিশ কানোরিয়া বা ইউসুফ ইউহানারও আগে ১৯৮৪তে জাহির আব্বাসের পাকিস্তান দলে টেস্ট অভিষেক অনিল দলপতের। অনিলের বাবা দলপত সোনভারিয়া ক্রিকেট ভক্ত ছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার নরম্যান ও’নেইলের নামে পুত্রের নাম রাখেন অনিল।

১৯৭৬-৭৭ এ পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক হয়। ১৯৮৩-৮৪ তে ঘরোয়া ক্রিকেটে উইকেট কিপার হিসেবে ৬৭ টি শিকার তাঁর। পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট ও ১৫ টি একদিনের ম্যাচ খেলেন অনিল দলপত। টেস্টে করেন ১৬৭ রান। ওয়ানডেতে ৮৭ রান।

টেস্টে ২২টি ক্যাচ এবং ৩টি স্ট্যাম্প আউট করেন অনিল। ওয়ান ডেয় ১৩টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প আউট করেন তিনি। ১৯৮৬তে তিনি অবসর নেন। পাকিস্তানের হিন্দু ক্রিকেটার হিসেবে গ্রিন ক্যাপ পরেন দানিশ কানোরিয়া। ক্রিকেট ছেড়ে কানাডায় যান অনিল। সেখানে তিনি ক্রিকেট কোচিংও করান।