Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Palestine Heritage Site: প্রাগৈতিহাসিক হেরিটেজ সাইট

Palestine Heritage Site: প্রাগৈতিহাসিক হেরিটেজ সাইট

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 30, 2023 | 5:26 PM

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল প্যালেস্টাইনের তেল আল সুলতান। প্যালেস্টাইনের চতুর্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল এটি। ওয়েস্ট ব্যাঙ্কে জেরিকো শহরের কাছে এই প্রাগৈতিহাসিক স্থান।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল প্যালেস্টাইনের তেল আল সুলতান। প্যালেস্টাইনের চতুর্থ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল এটি। ওয়েস্ট ব্যাঙ্কে জেরিকো শহরের কাছে এই প্রাগৈতিহাসিক স্থান। ব্রোঞ্জ যুগের সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে এখানে। সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫ তম বৈঠক হয় রিয়াধে। সেখানে গৃহীত হয় এই সিদ্ধান্ত। এর আগে প্যালেস্টাইনের চার্চ অফ নাতিভিতি, ওল্ড সিটি অফ হেব্রন এবং দক্ষিণ জেরুজালেম পায় হেরিটেজ সাইটের তকমা।

প্যালেস্তিনীয়দের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে ২০১৯ এ রাষ্ট্রপুঞ্জ থেকে বেরিয়ে আসে ইজরায়েল। গাজা ও পূর্ব ইজরায়েল সহ ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে ইজরায়েল ১৯৬৭ তে। ইজরায়েল পৃথক প্যালেস্তাইনের অস্তিত্ব মেনে নেয়নি কোনও দিনই। তেল আল সুলতান প্যালেস্টাইনের ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের অঙ্গ। বিশ্বের প্রাচীনতম সুরক্ষিত শহর হিসাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের তকমা পেল এই শহর। ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মরুভূমির বুকে এক টুকরো শহর ছিল এটি। গত ১০০ বছর ধরে এখানে খননকার্য চলছে।