Pallavi Sharma, Neem Phooler Madhu: ‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
রাস্তায় বেরিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে এটা ভাবতে পারেননি অভিনেত্রী পল্লবী শর্মা। এই মুহূর্তে নায়িকাকে দর্শক দেখছেন 'নিমফুলের মধু' সিরিয়ালে। রাস্তায় এক মধ্যবয়স্ক দম্পতি তাঁকে দেখে ছেলের বউ করার প্রস্তাব দিয়ে বসেন।
পল্লবীকে বিয়ের প্রস্তাব
রাস্তায় বেরিয়ে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে এটা ভাবতে পারেননি অভিনেত্রী পল্লবী শর্মা। এই মুহূর্তে নায়িকাকে দর্শক দেখছেন ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। রাস্তায় এক মধ্যবয়স্ক দম্পতি তাঁকে দেখে ছেলের বউ করার প্রস্তাব দিয়ে বসেন।
রূপাঞ্জনার সিদ্ধান্ত
এত দিন তাঁকে লাবণ্য সেনগুপ্ত নামেই দেখে এসেছে দর্শক। এই চরিত্র তাঁকে দিয়েছে যথেষ্ট জনপ্রিয়তা। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি হলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতেন তিনি। শেষ দিনের শুটিং করে ফেললেন। আর লাবণ্য হিসাবে দেখা যাবে না তাঁকে।
এ কোন ইমন
গায়িকা ইমন চক্রবর্তী যেন ইনস্টাগ্রামের উষ্ণতার পারদ এক ধাক্কায় বেশ কয়েকগুণ বাড়িয়ে তুলেছেন। সুইমিং পুল থেকে হট লুকে ছবি শেয়ার করে এবার সকলের নজর কাড়লেন গায়িকা। ছবি পোস্ট হতেই ভক্তমনে ঝড়। মুহূর্তে ভাইরাল ইমনের পোজ।
আলিয়ার নয়া লুক
ঠিক যেমন গতবছর ১৭ অক্টোবরে স্বামী রণবীরের হাত ধরে বিয়ের শাড়ি পরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পুরস্কার নিতে, তেমনই ২২ অক্টোবর, মঙ্গলবার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আলিয়া পৌঁছে গিয়েছিলেন নিজের মেহেন্দির দিনের লেহেঙ্গা পরে। আলিয়া দাবি করেছিলেন, পোশাক তিনি রিপিট করেন। একাধিকবার তা প্রমাণিত।
কোন সত্যি এল সামনে?
আমির খান অভিনীত নীতেশ তিওয়ারির ২০১৬ সালের ব্লকবাস্টার রেসলিং ড্রামা ‘দঙ্গল’ ববিতা ফোগাট এবার কোন সত্যি আনলেন সামনে? জানালেন ফোগাট পরিবার নিয়ে তৈরি সিনেমার জন্য আমিরের পক্ষ থেকে মাত্র ১ কোটি দেওয়া হয় তাঁদের। এদিকে ছবি আয় করে ২০০০ কোটি।
সিরিয়াল ছাড়ছেন অরুণিমা?
ভাল নেই অরুণিমা হালদার। দুর্গাপুজোর শেষ থেকেই জন্ডিসে ভুগছেন এই বাঙালি অভিনেত্রী। অভিনেত্রীর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই দর্শক মনে প্রশ্ন, তাহলে কি কাজ নদীর জলে আর দেখা যাবে না অরুণিমাকে? যদিও সূত্রের খবর ধারাবাহিকের কাজ ছাড়ার প্রশ্নই উঠছে না নাকি তাঁর ক্ষেত্রে, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
কবে আসছে কেজিএফ ৩?
দক্ষিণী সুপারস্টার যশ এবার দিলেন সুখবর। শীঘ্রই কাজ শুরু হতে চলেছে কেজিএফ ৩ নিয়ে। এই প্রসঙ্গে প্রশ্ন করতেই পর্দার রকি ভাই বললেন, অবশ্যই পরিকল্পনায় রয়েছে এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।
বিপত্তিতে একতা
একতা কাপুর প্রযোজিত ‘গন্দি বাত’ ওয়েব সিরিজের অনেকগুলো সিজন দেখে ফেলেছেন দর্শক। এই সিরিজ মূলত যে প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি করেছে ‘অল্ট বালাজি’ সে কথা সকলেরই জানা। কিন্তু এই সিরিজের ষষ্ঠ সিজনে নাকি নাবালিকাদের অশালীন দৃশ্য দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে একতার বিরুদ্ধে পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা দায়ের করা হয়। ২৪ অক্টোবর তাঁকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ।
নিমরতের জন্য অমিতাভের উপহার
শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। বিতর্কের মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে অভিষেকের নতুন প্রেমিকা নাকি নিমরত কৌর। তাঁকে নাকি আবার ফুল পাঠিয়েছেন অমিতাভ বচ্চন। তবে এই ঘটনা পুরনো। ‘দশভি’ দেখে নিমরতকে উপহার পাঠিয়েছিলেন বিগ বি।