Kumarganj News: আসন ১৪, কিন্তু ৫ আসনেই বোর্ড!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 09, 2023 | 6:30 PM

১৪ টি আসন বিশিষ্ট গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৫ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করলো তৃণমূল। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের আলপনা রায় ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ রায়। যদিও ভোটে ৬ টি আসনে তৃণমূল জয় লাভ করলেও পঞ্চায়েত বোর্ড গঠনে ১ জন তৃণমূল সদস্য অনুপস্থিত দাবী তৃণমূলের একটি অংশের। উল্লেখ্য গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৬ টি তৃণমূল, ৪ টি বিজেপি ,২ টি সিপিএম ও ২ টি নির্দল জয় লাভ করে।