Panchayat Elections: নিঃশব্দে নির্দল ফিরছে তৃণমূলে ?

ইতিউতি গুঞ্জন চলছিলই। কোথাও নির্দলদের নিয়ে রিসর্ট ভাড়া করে রাখা হয়েছিল। কোথাও আবার নিশব্দে নির্দল এর সমর্থন আদায়। বকলমে ঘর ওয়াপসি। কিন্তু তার পরও বহু জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে যখন রাজ্যের দিকে দিকে কোন্দল তুঙ্গে। জেলায় জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত সমস্যা মেটাতে কি এবার নির্দলরাই ত্রাতা?

Panchayat Elections: নিঃশব্দে নির্দল ফিরছে তৃণমূলে ?
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 6:38 PM

ইতিউতি গুঞ্জন চলছিলই। কোথাও নির্দলদের নিয়ে রিসর্ট ভাড়া করে রাখা হয়েছিল। কোথাও আবার নিশব্দে নির্দল এর সমর্থন আদায়। বকলমে ঘর ওয়াপসি। কিন্তু তার পরও বহু জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে যখন রাজ্যের দিকে দিকে কোন্দল তুঙ্গে। জেলায় জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত সমস্যা মেটাতে কি এবার নির্দলরাই ত্রাতা?

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের হুইপ না মেনে প্রার্থী হলে আর কখনো দলে ফেরানো হবে না । কিন্তু বাস্তবের দাবি অন্যরকম । ওদিকে নেতার ঘোষিত বারণ ও আছে । তা কি করা ? নির্দল সঙ্গ নিয়ে দলের বারণ তাই ঘুরিয়ে সমর্থনের ব্যাপারটা নির্দল দের ” বিবেকের ” ওপর ই ছাড়লেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । মোটের ওপর মুখপাত্র র বক্তব্য এই ” দলে ফেরানোর কি আছে ? কেউ যদি বিবেকের টানে সমর্থন দেন সেটা তাদের ব্যাপার । ” এটুকু বলেই ছাড়লেন না কুণাল । রীতিমত ব্যাখ্যা দিয়ে বললেন ” নির্দল হলেও ওনারা তো মমতা ব্যানার্জির নীতি আদর্শেই চলেছে । তা যদি দেখেন ওনারা সমর্থন না দিলে বোর্ড টা বিরোধী দের হাতে যাচ্ছে সেটা মেনে নিতে নাই পারেন ” ।
অর্থ্যাৎ ঢাক ঢাক গুরু গুরু না করে ঘুরিয়ে নির্দল সঙ্গ তেই সিলমোহর দিলেন কুণাল । তার বক্তব্য দলের বক্তব্য বলেই মানছে রাজনৈতিক মহল ।
নিজেদের দলের নির্দল ছাড়াও বাম দল ভাঙ্গানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে উঠছে । দক্ষিণ 24 পরগনা , পশ্চিম মেদিনীপুর এ এমন অভিযোগ করছেন বাম নেতারা । অর্থ্যাৎ ঘোড়া কেনা বেচা অব্যাহত পঞ্চায়েত স্তরেও । বাঁকুড়ায় আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নির্দল কে দলে টানার।

সব মিলিয়ে পরিস্থিতি যা , নিজেদের দলের বিক্ষুব্ধ নির্দল দের সমর্থন এখন জরুরি শাসক শিবিরের কাছে । আবার প্রকাশ্যে নির্দল দের দলে ফিরিয়ে নিলাম বলাও যাচ্ছে না । তাহলে শীর্ষ নেতৃত্বের হুইপ নিয়ে প্রশ্ন উঠবে । ওদিকে পুরসভা স্তরে বহু কাউন্সিলর এখনও দলে ফিরতে পারেনি । তাদের নিয়েও প্রশ্ন উঠবে । তাই বিবেকের ডাকেই আস্থা শাসক শিবিরের

Follow Us: