Parambrata Chatterjee Trolled: ট্রোলের সাফ জবাব দিলেন ফেলুদা পরম
সদ্য মুক্তি পেয়েছে 'সাবাশ ফেলুদা'। তবে সিরিজ়ের ট্রেলার মুক্তির পরই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দর্শকের মতামতই শেষ কথা। তবে সবাইকেই তাঁর অনুরোধ, 'একবার দেখুন, দেখে যাই বলবেন, তাই মেনে নেব। নতুন প্রজন্মের কাছে ফেলুদাকে পৌঁছে দিতেই এই প্রয়াস।'
ব্যান করা হোক জাহ্নবীকে
প্রতিদিন জিমের বাইরে জাহ্নবী কাপুরের জন্য অপেক্ষায় থাকেন পাপারাৎজিরা। তবে এ কেমন ব্যবহার? ফটোগ্রাফারদের দেখে জাহ্নবী বলে বসলেন, আপনারা বিরক্ত হয়ে যান না রোজ জিমের বাইরে আসতে-আসতে?
এমনই সময় এক ফটোগ্রাফার বলেন, তাঁকে এবার পিছনে তাকাতে। জাহ্নবীর উত্তর, ‘আপনি সামনে আসুন। এই ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষের শিকার শ্রী-কন্যা। নেটিজেনরা ফটোগ্রাফারদের বললেন, “২ মাস ব্যান করে দেখুন…”
ট্রোল্ড হৃত্বিক
এবার কটাক্ষের মুখে পড়তে হল হৃত্বিক রোশনকে। দুই ছেলে ও প্রেমিকা সাবা আজাদকে নিয়ে সিনেমা হলে যেতেই নেটিজেনদের একটা বড় অংশ করে উঠল হায়-হায়। শুধু কি তাই? পরিবারকে নিয়েও উঠল প্রশ্ন। তাঁদের কটাক্ষ, ‘এই ধরনের ঘটনা কি আদপে ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায়?’
উরফির পোশাক দেখে অস্বস্তিতে জ়িনাত?
উরফি জাভেদের সঙ্গে দেখা হল জ়িনাত আমানের। ফ্যাশন ডিজ়াইনার অমিত আগরওয়ালের এক শো-য়ে দেখা হয় তাঁদের, যেচে জ়িনাতের সঙ্গে আলাপ করেন উরফি। কিন্তু এ কী! উরফিকে দেখে জ়িনাতের মুখে যে প্রতিক্রিয়া ফুটে উঠল, তা নজর এড়ায়নি নেটিজেনদের। তাঁদের দাবি, উরফিকে দেখে নাকি নিজেই অস্বস্তিকে পড়ে যান জ়িনাত, নেপথ্যে কি দায়ী উরফির খোলামেলা পোশাক? উত্তর খুঁজছে নেটপাড়া।
ট্রোলের জবাব দিলেন পরম
সদ্য মুক্তি পেয়েছে ‘সাবাশ ফেলুদা’। তবে সিরিজ়ের ট্রেলার মুক্তির পরই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দর্শকের মতামতই শেষ কথা। তবে সবাইকেই তাঁর অনুরোধ, ‘একবার দেখুন, দেখে যাই বলবেন, তাই মেনে নেব। নতুন প্রজন্মের কাছে ফেলুদাকে পৌঁছে দিতেই এই প্রয়াস।’
ক্যান্সার নিয়ে সরব কার্তিক
মা বর্তমানে ক্যান্সারমুক্ত। সোশ্যাল মিডিয়ায় এসে একটি পোস্ট করে কার্তিক আরিয়ান জানালেন, তাঁর মায়ের অদম্য আত্মবিশ্বাসেই জয়। প্রথমে যখন তিনি এই খবর পেয়েছিলেন, নিজেকে ভীষণ অসহায় মনে হয়েছিল। তবে এখন সবটা স্বাভাবিক।
মুখোমুখি দুই স্টারকিড
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির নুসরত জাহান। সঙ্গে নিয়ে এলেন তাঁর ছেলে ঈশানকে। শুভশ্রীর কোলে ইউভান ও নুসরতের কোলে ঈশান, পিছন থেকে ছবি তুলে তা শেয়ার করলেন রাজ চক্রবর্তী। লাইক-কমেন্টে ভরে উঠল নেটপাড়া।
চরম ট্রোল্ড জয়া
গরমে আইসক্রিমের থেকে ভাল পদ আর কিছুই হতে পারে না। ২টি আইসক্রিম নিয়ে তাই পোজ় দিলেন জয়া আহসান। তবে এ কি? অভিনেত্রীকে তো আইসক্রিম খেতে দেখা গেল না? প্রশ্ন তুলল নেটপাড়া, অভিনেত্রীকে কটাক্ষ করতেও পিছপা হল না। নেটিজ়েনদের একাংশের বক্তব্য, কেবল ছবি তুলেই আইসক্রিম দিয়ে দেবেন তিনি। খাবেন না…।
নাগার প্রেম
প্রায় দুই বছর হয়ে গিয়েছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্যের। কিন্তু তাঁদের নিয়ে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। এ সবের মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তিনি শোভিতা ধুলিপালা, দক্ষিণে যার নামও খুব একটা কম নয়। রটেছে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাকি শোভিতাতেই মজে রয়েছেন নাগা। যদিও এই প্রসঙ্গে নাগা জানিয়েছেন, যা হচ্ছে, তা ঠিক নয়। যেভাবে তৃতীয় ব্যক্তিকে টেনে আনা হচ্ছে, তা তিনি মোটেও সমর্থন করেন না।
প্রতিবাদ ‘খড়ি’ ভক্তদের
বেশ কিছুদিন ধরে চর্চায় ‘গাঁটছড়া’। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল অভিনেত্রী শোলাঙ্কি রায়ের এই ধারাবাহিক ছাড়ার খবর। বর্তমানে পাল্টেছে প্লট, পাল্টেছে গল্প। তবে ঋদ্ধির জীবনে নতুন কাউকে মানতে নারাজ খড়ি ভক্তরা। ধারাবাহিকের প্রোমোর পোস্টে কমেন্টের ঝড়, ‘হয় বন্ধ করুন, নয় খড়িকে ফিরিয়ে আনুন…। ঋদ্ধি জীবনে অন্য কাউকে মেনে নেওয়া যাবে না।’