Parambrata Chatterjee: হঠাৎ নিজেকে বদলে ফেললেন পরমব্রত, কেন?

Parambrata Chatterjee: হঠাৎ নিজেকে বদলে ফেললেন পরমব্রত, কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 23, 2023 | 11:44 PM

আগামীকাল অর্থাৎ রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর রিসেপশন। বিয়েতে হাতেগোনা লোক আমন্ত্রিত থাকলেও রিসেপশনের আমন্ত্রণ গিয়েছে অনেকের কাছেই। সেই কারণে লুক বদল? সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে গিয়ে নিজেকে বদলেই ফেললেন পরম।

শোকে পাথর রাহুল
শোকে পাথর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্বজন হারিয়েছেন তিনি। স্কুলের এক সিনিয়রকে হারিয়েছেন তিনি। তিনিও অভিনেতা। নাম কিংশুক গঙ্গোপাধ্যায়। রাহুল লিখেছেন, “আর একজন চলে গেল, যে আমার ডাকনাম জানত।”

ঝিলিকের বিয়ে
সামনেই রাখা আইবুড়ো ভাতের থালা। সেই থালা নিয়ে ছবি তুলেছেন জনপ্রিয় ‘মা’ সিরিয়ালের ঝিলিক—অভিনেত্রী তিথি বসু। কবে বিয়ে তাঁর? পাত্র কে? অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিয়ে করছেন না। আইবুড়ো ভাতের থালি নিয়ে ভ্লগ তৈরি করেছেন মাত্র। সঙ্গে এ-ও জানিয়েছেন, বিয়ে করলে সেই কার্ড শেয়ার করবেন এবং বিয়েতে আমন্ত্রণও জানাবেন।

সৌরভের ফ্লার্ট অদিতির সঙ্গে
‘দাদাগিরি’তে এসে অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ফ্লার্ট’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দাদার রূপে মুগ্ধ অদিতি বলেন, “আপনি অসম্ভব সুন্দর। সব সময়ই আপনাকে দারুণ সুন্দর দেখতে লাগে। তবে এবার আরও সুন্দর লাগছে…” ভিডিয়ো ভাইরাল হতেই এক নেটিজ়েন কপট রসিকতা করলেন, “ডোনা বৌদি আপনাকে মারবে।”

নিজেকে বদলে ফেলেন পরম
আগামীকাল অর্থাৎ রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর রিসেপশন। বিয়েতে হাতেগোনা লোক আমন্ত্রিত থাকলেও রিসেপশনের আমন্ত্রণ গিয়েছে অনেকের কাছেই। সেই কারণে লুক বদল? সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে গিয়ে নিজেকে বদলেই ফেললেন পরম।

নতুন ঘুড়ি অনুপমের
হালফিলে অনুপম রায়ের জীবন নিয়ে চর্চা চলছেই। তাঁকে নিয়ে আলোচনার মাঝেই অনুপম দিলেন এক ভাল খবর। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দশম অবতার’ যে কয়েকটি গান ব্যাপক হিট হয়েছে তাঁর মধ্যে একটি ‘বাউন্ডুলে ঘুড়ি’। গানটির রচয়িতা অনুপম নিজেই। এর আগে গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অনুপম এবার জানিয়ে দিলেন, নিজের কণ্ঠে সেই গান নিয়ে তিনি হাজির হবেন এই বড়দিনে।

হাসপাতালে রাশিদ খান
হাসপাতালে ভর্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী রাশিদ খান। ৫৫ বছর বয়স তাঁর। গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। গত কয়েক বছর ধরেই নাকি রাশিদ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। সম্প্রতি নাকি স্ট্রোকও হয়েছে। শরীর অনেকটাই খারাপ আছে তাঁর।

নাইসার পাশে বাবা অজয়
বাবা অজয় দেবগণ পার্টি করেন না। কিন্তু কন্যা নাইসা ঠিক উল্টো। তিনি প্রচণ্ড ট্রোলড হন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অজয়। তিনি জানিয়েছেন, তিনি এবং নাইসা কেউই ট্রোলড হতে পছন্দ করেন না। তিনি বিশ্বাস করেন, পৃথিবীর লোক খারাপ ধারণা পোষণ করেন না একজনকে নিয়ে। তাছাড়া, ট্রোলড হলে কদর মেলে।

ভিকির চড় অঙ্কিতাকে!
বিগবস-এর ঘরে অঙ্কিতা লোখন্ডে ও স্বামী ভিকি জৈনের মধ্যে যা হচ্ছে, তা নিয়ে বিরক্ত সকলেই। এবার কথা কাটাকাটির সময় অঙ্কিতার গায়ের হাত তুলতে গেলেন ভিকি! ভাইরাল ভিডিয়ো দেখে এমনটাই দাবি নেটিজেনদের।

আহানের ব্রেকআপ
ভেঙে গেল আহান শেট্টি ও তানিয়া শ্রফের ১১ বছরের প্রেম। সূত্র জানাচ্ছে, গত এক মাস ধরেই সিঙ্গল তাঁরা। কেন? সেই কারণ এখনও জানা যায়নি। আহান অভিনেতা সুনীল শেট্টির ছেলে। ‘তড়প’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর। যদিও সেই ছবি বক্স অফিসে ফ্লপ করে। অন্যদিকে, তানিয়া শিল্পপতি জয়দেব শ্রফের মেয়ে। তিনি নিজেও একজন মডেল।