Parineeti Chopra News: বরের হাত ধরে রাজনীতিতে আসছেন পরিণীতি চোপড়া?

Parineeti Chopra News: বরের হাত ধরে রাজনীতিতে আসছেন পরিণীতি চোপড়া?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 10, 2023 | 10:15 PM

বিয়ের পর কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? প্রশ্ন করতেই তিনি বললেন, রাঘব চাড্ডা অভিনয় বোঝেন না, আমি রাজনীতি বুঝি না। তাই এই বিষয় আমি কোনওদিন যুক্ত হব বলে আমার মনে হয় না।

রাজনীতিতে পরিণীতি
বিয়ের পর কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? প্রশ্ন করতেই তিনি বললেন, রাঘব চাড্ডা অভিনয় বোঝেন না, আমি রাজনীতি বুঝি না। তাই এই বিষয় আমি কোনওদিন যুক্ত হব বলে আমার মনে হয় না।

বিপাকে অজয়-শাহরুখ-অক্ষয়
তামাক প্রস্তুতকারী সংস্থার মুখ হয়ে বিতর্কে অক্ষয় কুমার, শাহরুখ খান ও অজয় দেবগণ। বিতর্ক তুঙ্গে থাকলেও এখনও বন্ধ হয়নি সেই বিজ্ঞাপন। এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে এলাহাবাদ উচ্চ আদালত জারি করল সমন। চিঠি পৌঁছে গেল তিন অভিনেতার কাছে।

ক্যাটরিনার প্রেম
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দু’ বছর। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট অভিনেত্রীর। ভিকির সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন ‘আমার…’।

জবাব জোয়ার
ট্রোলের শিকার সুহানা খান। দ্য আর্চিস মুক্তি পেতেই নেপোটিজ়ম বিতর্ক আরও এবার চর্চায় উঠে এল। এবার সরব হলেন সিরিজ পরিচালক জোয়া আখতার। জানিয়ে দিলেন, স্টারকিড হওয়ার কিছু বিশেষ সুবিধে থাকে বটে, তবে তা নিয়ে আলোচনা করে অন্যদের কেরিয়ারে কোনও লাভ হবে বলে অন্তত তাঁর মনে হয় না।

আসছে ‘দিল চাহতা হ্যায় ২’?
২২ বছর আগে মুক্তি পেয়েছিল দিল চাহতা হ্যায় ছবি। গোয়ায় হয়েছিল শুটিং। কিন্তু বহু বছর কেটে গেলেও পরিচালক ফারহান আখতরকে সেখানে ফিরতে দেখা যায়নি। এবার চাপোরা ফোর্ট ছবি পোস্ট করতেই নস্টালজিয়ায় ভাসলেন ভক্তরা। অনেকেরই প্রশ্ন, তবে কি ছবির পার্ট ২ আসতে চলেছে?

নগ্ন বিদ্যুৎ
৪৩ তম জন্মদিনে থাকল না কোনও পার্টি, সেলিব্রেশন। বিদ্যুৎ জামাল এই বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন হিমালয়ে। নগ্ন হয়ে প্রকৃতির মাঝে কাটাচ্ছেন সময়। তাঁর মতে, বছরে ৭ থেকে ৯ দিন, নিজের সঙ্গে সময় কাটানো উচিত। ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভক্তদের হাতে হাতে ভাইরাল।

ট্রোল্ড অঙ্কুশ
আসছে অঙ্কুশের ছবি মির্জা। কবে ছবির মুক্তি? ১২ ডিসেম্বর সেই খবর জানাবেন খোদ অভিনেতা, পুনরায় ছবির চেনা টিজ়ার সামনে আনতেই ট্রোলের মুখে অঙ্কুশ। নেটপাড়ার প্রশ্ন, একই ভিডিয়ো কেন বারবার? কেউ বললেন, ইদে ছবি মুক্তি করবেন না, জিৎ, সলমনদের সঙ্গে টক্কর মানেই সিংহের মুখে হাত দেওয়া।

সৌরভের ব্যাচেলর পার্টি
১৫ ডিসেম্বর বিয়ে। সৌরভ দাস ও দর্শনা বনিককে তাই আইবুড়োভাত খাওয়ালেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। এখানেই শেষ নয়, পাশাপাশি নীল সৌরভের জন্য আয়োজন করেছিলেন বিশেষ ব্যচেলর পার্টির। নাচে গানে জমে উঠল সেই মুহূর্তে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

মিটল হানিমুন পর্ব
হানিমুন পর্ব মিট পিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়ের। বিদেশের মাটিতে একান্তে কিছুটা সময় কাটিয়ে শহরে ফিরলেন জুটি। আর ফেরা মাত্রই যে যার কাজে ব্যস্ত। ছবির কাজে হাত দিলেন পরম, অন্যদিকে পিয়াও ব্যস্ত। শীঘ্রই স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রতর ছবির কাজ শুরু হবে বলেই মিলছে খবর। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।