গ্রিটিংস কার্ডে জীবনের অনুভূতি, আঁকছেন পাভলভের আবাসিকরা

aryama das

|

Updated on: Mar 25, 2021 | 1:30 PM

স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জলির তত্ত্বাবধানে পাভ্লভ হাসপাতালের বেশ কিছু আবাসিক এখন দারুণ আনন্দে। ওদের বহুদিনের যন্ত্রণা দেওয়া ভাবনারা, ঘুম আসতে না দেওয়া চিন্তারা আজ যেন ডানা মেলে ওড়বার অপেক্ষায় তৈরি হচ্ছে। ওনাদের আঁকা ছবি নতুন বছরে শুভেচ্ছার সমাচার হয়ে ছড়িয়ে পড়বে দিকে দিকে। জলরং, প্যাস্টেল, অ্যাক্রিলিকের মিশ্র মাধ্যমে ওরা খুঁজে চলেছেন ভুলে যাওয়া জীবনের অনুভুতি গুলো। […]

স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জলির তত্ত্বাবধানে পাভ্লভ হাসপাতালের বেশ কিছু আবাসিক এখন দারুণ আনন্দে। ওদের বহুদিনের যন্ত্রণা দেওয়া ভাবনারা, ঘুম আসতে না দেওয়া চিন্তারা আজ যেন ডানা মেলে ওড়বার অপেক্ষায় তৈরি হচ্ছে। ওনাদের আঁকা ছবি নতুন বছরে শুভেচ্ছার সমাচার হয়ে ছড়িয়ে পড়বে দিকে দিকে। জলরং, প্যাস্টেল, অ্যাক্রিলিকের মিশ্র মাধ্যমে ওরা খুঁজে চলেছেন ভুলে যাওয়া জীবনের অনুভুতি গুলো। সমাজের মুলস্রোত থেকে অনেকটা বিচ্ছিন্ন থেকে ওদের এই রঙিন বার্তা মাখা দু পাতার কার্ড যেন আকাশের গন্ধ মাখা পাখির ডানা। ওদের মন মাথাগুলোও তো খাঁচায় বন্ধ পাখিরই মত, যে পাখি রোজ স্বপ্ন দেখে মুক্ত আকাশে উড়ান দেওয়ার। ওদের ভালবাসার এই কার্ড একুশের সুন্দর আগামীর আশায়। সিজনস গ্রিটিংস কার্ড তৈরি কোথাও যেন থেরাপির কাজ করছে। কোথাও তাদের যুক্ত করছে বৃহত্তর সমাজের সাথে।