Messi in Kolkata: ‘আমাদের টাকায় প্রশাসন মেসিকে দেখল, জনগণের টাকা লুঠ করল’
আরও একজন মহিলা বলেন, "আমাদের টাকায় প্রশাসন মেসিকে দেখল।" আরও মহিলা বলেন, "অরূপ বিশ্বাসকে দেখলাম।" আরও একজন বলেন, "অনীক ধর আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেছি।" এ দিন ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাকেট সিট ভেঙে সেগুলোকে ছুঁড়তে শুরু করেন সাধারণ দর্শকরা। আর তারপরই স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট।
মেসিকে দেখতে গিয়েও না পেয়ে হতাশ দর্শকরা। একজন বললেন, “এত টিকিট কেটে ঢুকলাম। টাকা রীতিমতো চুরি করা হল। জনগণকে লুঠ করা হল। এত টিকিট কেটে ঢুকলাম। দেখতে পেলাম না।” আরও একজন মহিলা বলেন, “আমাদের টাকায় প্রশাসন মেসিকে দেখল।” আরও মহিলা বলেন, “অরূপ বিশ্বাসকে দেখলাম।” আরও একজন বলেন, “অনীক ধর আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেছি।” এ দিন ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাকেট সিট ভেঙে সেগুলোকে ছুঁড়তে শুরু করেন সাধারণ দর্শকরা। আর তারপরই স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট।