Nadia News: আর প্রশাসনের উপর ভরসা নেই!

Nadia News: আর প্রশাসনের উপর ভরসা নেই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 27, 2023 | 7:01 PM

ভোট আসে ভোট যায় শুধুই মেলে প্রতিশ্রুতি। গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার অবস্থার বেহাল দশা, কিন্তু হেলদোল নেই প্রশাসনের। অবশেষে ধৈর্যচ্যুত হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন গ্রামের মানুষ। নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকার ঘটনা।

ভোট আসে ভোট যায় শুধুই মেলে প্রতিশ্রুতি। গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার অবস্থার বেহাল দশা, কিন্তু হেলদোল নেই প্রশাসনের। অবশেষে ধৈর্যচ্যুত হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন গ্রামের মানুষ। নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকার ঘটনা। এলাকার মানুষের দাবি, এই রাস্তা দিয়ে কয়েকশো পরিবার যাতায়াত করেন, একটু বৃষ্টি হলেই জমে থাকে এক হাঁটু জল। জল শুকিয়ে যাওয়ার পরে গোটা রাস্তা জুড়ে কাদায় পরিণত হয়, এছাড়াও রাস্তার বেশ কিছু অংশ বিপদজনক অবস্থায় রয়েছে।

বিগত দিনে একাধিকবার তারা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন কিন্তু রাস্তা ঠিক করার কাজে হাত লাগানো হয়নি। ছেলেমেয়েরা বিদ্যালয়ের যেতে গেলে এক হাঁটু জল ডিঙিয়ে যেতে হয়। জল জমে থাকার কারনে মশার লাভা এবং বিষাক্ত পোকামাকড়ের উৎপত্তি হয়। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিও কোন যখন লাভ হয়নি তাহলে নিজেরাই এই রাস্তা ঠিক করবেন। তাই এলাকার মানুষরাই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগিয়েছেন। যদিও এ প্রসঙ্গে ওই এলাকার পঞ্চায়েত মেম্বার বলেন, রাস্তাটির বেহাল অবস্থার কথা তিনি পঞ্চায়েতে জানিয়েছিলেন, অল্পদিনের মধ্যেই রাস্তাটি পাকাপোক্ত ভাবে করার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত।

যদিও বাবলা পঞ্চায়েতের বিজেপি প্রধান সুস্মিতা মুন্ডা বলেন, সবেমাত্র তিনি দায়িত্বভার তুলে নিয়েছেন, এখনো পর্যন্ত উন্নয়নের খাতে তার কাছে টাকা এসে পৌঁছায়নি, তাই তিনি কাজ শুরু করতে পারছেন না। তবে খুব তাড়াতাড়ি তার পঞ্চায়েতের যে সমস্ত রাস্তাগুলির অবস্থা খুবই বেহাল রয়েছে সেই রাস্তাগুলির দ্রুত কাজ শুরু করবেন তিনি। তিনি এও বলেন, আগের পঞ্চায়েত প্রধান উন্নয়নের ক্ষেত্রে কি কাজ করেছে তা আমার জানা দরকার নেই। আমি এই পঞ্চায়েতের কিভাবে উন্নয়ন করা যায় সেটাই চেষ্টা করব।