Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly News: 'মাছ' ছাড়ল আইএসএফ

Hooghly News: ‘মাছ’ ছাড়ল আইএসএফ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 08, 2023 | 4:51 PM

দীর্ঘদিন আরামবাগ-চাপাডাঙ্গা ২ নং রাজ্য সড়কের আরামবাগের বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাজ্য সড়কে ছোট বড় গর্ত গুলি বৃষ্টির জলে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। পিচ রাস্তায় পিচ নেই বললেই চলে। মুথাডাঙ্গা এলাকায় সব থেকে করুন অবস্থা।

দীর্ঘদিন আরামবাগ-চাপাডাঙ্গা ২ নং রাজ্য সড়কের আরামবাগের বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাজ্য সড়কে ছোট বড় গর্ত গুলি বৃষ্টির জলে ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। পিচ রাস্তায় পিচ নেই বললেই চলে। মুথাডাঙ্গা এলাকায় সব থেকে করুন অবস্থা। রাস্তার ধারেই একদিকে মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মুথাডাঙ্গা বাজার। রাস্তার ওপর একাধিক বড় বড় গর্ত থাকায় অ্যাম্বুলেন্স থেকে যাত্রীবাহী বাস, সাইকেল মোটরসাইকেল থেকে হেঁটে পেরানোও দুর্দায়। নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। প্রায় তিন কিলোমিটার রাস্তা বারবার মেরামত করা হলেও 10-15 দিনের বেশি টেকে না বলে অভিযোগ স্থানীয়দের। আরামবাগ থেকে সরাসরি কলকাতা ও তারকেশ্বরের একমাত্র রাস্তা হওয়ায় সমস্ত ধরনের যানবাহনের চাপ থাকে এই রাস্তায়। বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে মায়াপুর ১ নম্বর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা রাস্তার জমা জলে প্রতিকী মাছ ধরে ও ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল হয় স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ জন।