AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Messages: ব্যাঙ্কে ৩০ হাজার থাকলেই বন্ধ অ্যাকাউন্ট?

Fake Messages: ব্যাঙ্কে ৩০ হাজার থাকলেই বন্ধ অ্যাকাউন্ট?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 29, 2023 | 6:16 PM

Share

সম্প্রতি পিআইবি ফ্যাক্ট চেক তাদের টুইটারে এবিষয়ে জানিয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে এই মেসেজ ভুয়ো। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ এমন কোনও ঘোষণা করেননি। পিআইবি ফ্যাক্ট চেক তাদের টুইটারে স্পষ্ট জানিয়েছে। ৩০ হাজারের বেশি টাকা অ্যাকাউন্টে জমা থাকলেও কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মেসেজ। সেই মেসেজে বলা হয়েছে ব্যাঙ্কে ৩০,০০০ টাকার বেশি থাকলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। আরবিআই নাকি গভর্নর নাকি এমন ঘোষণা করেছেন বলছে ওই মেসেজ। ভাইরাল হওয়া এই মেসেজ কি সত্যি? সম্প্রতি পিআইবি ফ্যাক্ট চেক তাদের টুইটারে এবিষয়ে জানিয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে এই মেসেজ ভুয়ো। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ এমন কোনও ঘোষণা করেননি। পিআইবি ফ্যাক্ট চেক তাদের টুইটারে স্পষ্ট জানিয়েছে। ৩০ হাজারের বেশি টাকা অ্যাকাউন্টে জমা থাকলেও কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এরকম কোনও নির্দেশিকা জারি করেনি আরবিআই। প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েব সাইট এবিষয়ে সত্যতা জানায়। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক টুইটারেও থাকে ভুয়ো খবর সংক্রান্ত আপডেট। এই দুই জায়গায় আপনিও চেক করতে পারেন কোনও বিষয়ে। কোনও খবর বা মেসেজের সত্যতার বিষয়ে জানতেও পারেন এখান থেকেই।