PM Modi Visits Bengal: প্রায় ১৮ বছর আগে যে মাটি থেকে শিল্প বিদায় নিয়েছিল প্রধানমন্ত্রী সেই মাটিতেই পা রাখার আগে করলেন একগুচ্ছ উদ্বোধন। রবিবার সিঙ্গুরের সরকারি সভাস্থলে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর হল তাঁর হাত দিয়েই। সঙ্গে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে শুর হল ট্রেন।