Bengal Election 2021 : ‘দিদি’র জন্মদিনে বাংলায় চিঠি লিখতেন মোদী, উত্তর আসত গুজরাটিতে
জন্মদিনে মমতাকে বাংলায় শুভেচ্ছাবার্তা জানিয়ে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী। জবাবে নাকি গুজরাটি ভাষায় উত্তর দিয়েছিলেন মমতা, জানালেন খোদ মোদী!
নির্বাচনী প্রচারে (West Bengal Election 2021) ডুমুরজলার সভায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের সংস্কৃতি যে ‘বৈচিত্র্যর মধ্যে ঐক্য’, তা স্পষ্ট জানালেন মোদী।
জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাংলায় শুভেচ্ছাবার্তা জানিয়ে চিঠি লিখেছিলেন, জানালেন প্রধানমন্ত্রী। জবাবে নাকি গুজরাটি ভাষায় উত্তর দিয়েছিলেন মমতা, জানালেন খোদ মোদী!
পাশাপাশি তাঁর বাংলা উচ্চারণকে ঘিরে যে ট্রোল চলছে সামাজিক মাধ্যমে, তারও জবাব দেন মোদী। যদিও তাঁর বাংলা বলার প্রয়াসে যে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, সে কথা গেরুয়া (BJP) সমর্থকদের কাছে খোলসা করেন মোদী।
[embedyt] https://www.youtube.com/watch?v=LeKuNF8-yiY[/embedyt]
Published on: Apr 07, 2021 10:44 AM