AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Barrackpur Arrest News: মানিকতলা, ট্যাংরা থেকে গ্রেফতার জামতাড়া সদস্য!

New Barrackpur Arrest News: মানিকতলা, ট্যাংরা থেকে গ্রেফতার জামতাড়া সদস্য!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 28, 2023 | 4:46 PM

Share

নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত একটি সোনার দোকানে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এর মাধ্যমে প্রায় ৫৫ লাখ টাকার সোনার গহনা কেনে অনুজ কুমার শর্মা ও সুনীল পাটওয়া নামের দুই ব্যক্তি। সোনার দোকানে একের পর এক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বের করায় দোকানদারের সন্দেহ হয়। দোকানদার নিউ বারাকপুর থানার পুলিশকে খবর দিলে। পুলিশ আসার আগে দুই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।

নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত একটি সোনার দোকানে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এর মাধ্যমে প্রায় ৫৫ লাখ টাকার সোনার গহনা কেনে অনুজ কুমার শর্মা ও সুনীল পাটওয়া নামের দুই ব্যক্তি। সোনার দোকানে একের পর এক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বের করায় দোকানদারের সন্দেহ হয়। দোকানদার নিউ বারাকপুর থানার পুলিশকে খবর দিলে। পুলিশ আসার আগে দুই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। দোকানদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ অনুজ শর্মা ও সুনীল পাটওয়া নামের ব্যক্তিকে মানিকতলা ও ট্যাংরা থেকে গ্রেপ্তার করে। তাদেরকে এই গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে প্রতারণা করতো এই দুই ব্যক্তি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। ধৃতদের সাথে জামতারা গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। মধ্যমগ্রাম ও বাগুইআটি থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি চেক বই, ব্যাঙ্ক ওয়েলকাম কিট, চিপ সহ খালি প্লাস্টিক কলার, বেশ কয়েকটি আধার কার্ড এবং বেশ কয়েকটি ব্যবহৃত সিম কার্ডের প্যাকেট জব্দ করেছে পুলিশ।

নোটারিয়াল সার্টিফিকেট, একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, একটি স্যামসাং মনিটর, একটি জেবিয়ন সিপিইউ, একটি অটোফোকাস আধার কার্ড ক্যামেরা, রাবার ও মোমের বেশ কয়েকটি ডামি থাম্ব প্রেসার, থাম্ব প্রেসার মেটাল স্ট্যান্ড, একটি ফাইবার ডুমি। আই রেটিনা, 35টি রাবার স্ট্যাম্প এবং 06টি প্রি-ইঙ্ক স্ট্যাম্প সেভরাল প্রিন্ট কপি তালিকাভুক্তকরণ এবং তালিকাভুক্তি সনদপত্রের একাধিক ব্যবসায়ী কোম্পানির নামে এবং বেশ কয়েকটি ব্যবহৃত সিম কার্ডের প্যাকেট জব্দ করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আসাম ভারত ও কলকাতায় অনেক কল সেন্টার রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পি এস এ মামলা দায়ের করেছে পুলিশ……