Alipurduar News: গ্রেফতার ভুটানের নাগরিক, কেন?
হাতির দাঁত সহ গ্রেপ্তার ভুটানের নাগরিক। ধৃতের নাম মান সিং গুরুং।তাকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পাঠাল বন দপ্তর। বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের এডিএফও জয়ন্ত মন্ডল বলেন ধৃতের কাছ থেকে হাতির দাতের টুকরো উদ্ধার হয়েছে
হাতির দাঁত সহ গ্রেপ্তার ভুটানের নাগরিক। ধৃতের নাম মান সিং গুরুং।তাকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পাঠাল বন দপ্তর। বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের এডিএফও জয়ন্ত মন্ডল বলেন ধৃতের কাছ থেকে হাতির দাতের টুকরো উদ্ধার হয়েছে। ধৃতের সাথে আন্তর্জাতিক বন্য পশুর দেহাংশ পাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখবার জন্য রিমান্ডে আনা হবে।উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা অভিযান চালিয়ে ৬ ইঞ্চি হাতির দাতের টুকরো সহ ভুটানের এক নাগরিক কে গ্রেপ্তার করে।তার কাছে একটি ভুটানের পরিচয়পত্র পাওয়া গিয়েছে।এখানে উল্লেখ্য গত ৪ আগস্ট কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা২ গ্রামপঞ্চায়েতের পূর্ব শালবাড়ি কাঠাঁলতলা এলাকার সংকোশ নদী থেকে হাতির কাটামুন্ডু উদ্ধার হয়।হাতির দুটি দাঁতই কেটে নেওয়া হয়েছিলো।এরপরই বনদফতর বাড়তি সতর্কতা জারি করে।উদ্ধার হওয়া হাতির দাঁত ওই হাতিটির কীনা তা নিয়েও তদন্ত করে দেখছে বনবিভাগ।