Jalpaiguri News: অভিযানে গিয়ে ডুবছে পুলিশের গাড়ি!

বালি পাথরের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে এদিন প্রায় ডুবতে বসেছিল পুলিশের গাড়ি। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মানাবাড়ি চা বাগানের পাশে চেল নদীর বুকে অবৈধ ভাবে বালি পাথর তোলা হচ্ছে খবর পেয়ে অভিযানে নামে পুলিশের গাড়িটি।

Jalpaiguri News: অভিযানে গিয়ে ডুবছে পুলিশের গাড়ি!
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 2:19 PM

বালি পাথরের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে এদিন প্রায় ডুবতে বসেছিল পুলিশের গাড়ি। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মানাবাড়ি চা বাগানের পাশে চেল নদীর বুকে অবৈধ ভাবে বালি পাথর তোলা হচ্ছে খবর পেয়ে অভিযানে নামে পুলিশের গাড়িটি। সাব ইন্সপেক্টর গনেশ বর্মনের নেতৃত্বে পুলিশের গাড়িটি নদীর বুকে পাথর বোঝাই একটি ট্রাকটরকে ধাওয়া করতে গিয়ে নদীর জলে প্রায় ডুবতে বসেছিল। গাড়ীর চাকা ফেঁসে যায় নদীর বুকে গর্তে। ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয় পাথর বোঝাই ট্রাকটরটি। এদিকে নদীতে গাড়ি ফেঁসে যাওয়ায় কোনওমতে গাড়ি থেকে নেমে আসেন পুলিশ কর্মীরা। অবশেষে একটি আর্থ মুভারের সাহায্যে পুলিশের গাড়িটিকে নদী থেকে বের করে আনা হয়। ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও শেষ পর্যন্ত এদিনের পুলিশি অভিযানে দুটো ট্রাকটর এবং একটি আর্থ মুভার আটক করা হয়েছে বলে মাল থানার আই সি সুজিত লামা জানিয়েছেন।

Follow Us: