রাস্তাতে বাইক থামিয়ে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করছেন খোদ পুলিশ। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। ভাইরাল ভিডিয়োতে যে পুলিশ কনস্টেবলকে দেখা গিয়েছে,তাঁর নাম পুষ্পেন্দ্র। বাইকে বসে থাকা অবস্থাতেই একটি মহিলাকে তিনি নিজের দিকে টানছেন। মহিলা প্রতিরোধ করার প্রবল চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কিছুতেই তাঁকে ছাড়ছেন না ওই কনস্টেবল। শেষমেশ মহিলা ওই পুলিশকর্মীর থেকে পালানোর চেষ্টা করেন। তাতেও রক্ষা নেই। বাইক নিয়ে ফের তাঁর পিছু পিছু ধাওয়া করেন কনস্টেবলটি। খানিকটা দূরে গিয়ে ফের ওই পুলিশ বাইক নিয়ে মহিলাকে থামান। আবারও প্রতিরোধ করার চেষ্টা করেন অসহায় ওই মহিলা। তারপর মহিলা রাস্তার অপর প্রান্তে গিয়ে হাঁটতে থাকেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই ভোপাল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অ্যাডিশনাল ডিসিপি বলেছেন,’রাত্রিবেলায় পুষ্পেন্দ্র যখন হনুমানগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই পথেই তাঁর মহিলা বন্ধুকে হাঁটতে দেখেন। কনস্টেবল জানিয়েছেন যে,তাঁর বন্ধু মদ্যপ অবস্থায় ছিলেন এবং রাস্তায় ঠিকভাবে হাঁটতে পারছিলেন না। এত রাতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে,বন্ধুকে বাড়িতে ছেড়ে দিয়ে আসার প্রস্তাব দেন পুষ্পেন্দ্র। কিন্তু তাতে তাঁর বন্ধু রাজি হননি। তখনই তাঁর হাত ধরে বাইকে বসতে বলেছিলেন পুষ্পেন্দ্র’। কনস্টেবলের আপত্তিকর ভিডিয়োটি ভাইরাল হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত ঘটনার কোনও অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পুলিশের তরফে বলা হয়েছে,’ভোপালের এক মহিলার সঙ্গে পুলিশে দুর্ব্যবহারের ঘটনাটি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি’।