Baidyabati News: ৪৫০০ বোতল কাফ সিরাপ!

Baidyabati News: ৪৫০০ বোতল কাফ সিরাপ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 04, 2023 | 7:04 PM

বৈদ্যবাটিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ,গ্রেফতার ছয় জন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা শ্রীরামপুর থানা এলাকায় অভিযান চালায়।

বৈদ্যবাটিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ,গ্রেফতার ছয় জন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা শ্রীরামপুর থানা এলাকায় অভিযান চালায়। বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাঘের বাগান এলাকার রমেশ কোস্তার বাড়িতে।নির্মিয়মান সেই বাড়িতে ১৭টি বস্তায় নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল ভরা ছিল।গুনে দেখা যায় সাড়ে চার হাজার বোতল রয়েছে সেখানে।নিষিদ্ধ কাফ সিরাপের কারবারে একটা চক্র রয়েছে বলে অনুমান পুলিশের।বৈদ্যবাটির এই বাড়ি থেকে বিভিন্ন জেলা ও ভীন রাজ্যে পাঠানো হত এই সিরাপ।এর চক্রে আর কে কে যুক্ত তার খোঁজ শুরু করেছে পুলিশ। রমেশ কোস্তা জুট মিলে কাজ করেন।তিনি জানান,প্রতিবেশী এক যুবক অমরেশ দাস তাকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বলে গাড়ি ওভার লোড হয়ে যাচ্ছে কিছু বস্তা আছে তার বাড়িতে রাখতে চায়।রমেশ রাখতে দেন।বস্তার ভিতরে কি আছে তা তার জানা ছিল না।আজ পুলিশ বাড়িতে আসার পর জানতে পারেন নিষিদ্ধ কিছু আছে।কি আছে তা জানলে রাখতে দিতেন না।।