Tarapith Crime: তারাপীঠে খুন?

Tarapith Crime: তারাপীঠে খুন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 19, 2023 | 3:43 PM

পুকুরের জল থেকে উদ্ধার হলো তারাপীঠের এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার তারাপুর গ্রামে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুকরের জলে মৃতদেহটি ভাসতে দেখেন। তারা পুলিশে খবর দিলে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

পুকুরের জল থেকে উদ্ধার হলো তারাপীঠের এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার তারাপুর গ্রামে। । মৃতের নাম নিমাই চৌধূরী। তার বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে। তিনি তারাপীঠ এলাকায় পোল্ট্রি মুরগীর ব্যবসা করতেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুকরের জলে মৃতদেহটি ভাসতে দেখেন। তারা পুলিশে খবর দিলে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। মৃতের দাদার অভিযোগ, তার ভাইকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের দাদার মৌখিক অভিযোগের ভিত্তিতে মৃতের ব্যবসার পার্টনার সিদ্ধার্থ ঘোষ নামে একজনকে আটক করেছে তারাপীঠ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।