Nadia Tehatta News: ছদ্মবেশে হানা বিডিও-র

Nadia Tehatta News: ছদ্মবেশে হানা বিডিও-র

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 6:53 PM

পুলিশ নয়!ছদ্মবেশে হানা দিয়ে জাল সার্টিফিকেট চক্রের দুই পাণ্ডাকে হাতেনাতে ধরলেন তেহট্ট ১ ব্লকের বিডিও শুভাশীষ মজুমদার। উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি, বেশ কিছু টাকা। বাবাও গোপন সূত্রে তিনি জানাতে পারেন তেহট্টের মৃগী এলাকায় একটি জেরক্সের দোকান থেকে বিড়ি শ্রমিকদের শংসাপত্র দেওয়া হচ্ছে।

পুলিশ নয়!ছদ্মবেশে হানা দিয়ে জাল সার্টিফিকেট চক্রের দুই পাণ্ডাকে হাতেনাতে ধরলেন তেহট্ট ১ ব্লকের বিডিও শুভাশীষ মজুমদার। উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি, বেশ কিছু টাকা। বাবাও গোপন সূত্রে তিনি জানাতে পারেন তেহট্টের মৃগী এলাকায় একটি জেরক্সের দোকান থেকে বিড়ি শ্রমিকদের শংসাপত্র দেওয়া হচ্ছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বেশ কয়েক বছর আগেই সরকারিভাবে বিড়ি শ্রমিকদের শংসাপত্র দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি পুরনো তারিখের জাল শংসাপত্র বানিয়ে টাকার বিনিময়ে বিক্রি করছেন। এরপরই আজ সন্ধ্যায় নাজিরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে সেখানে হানা দেন তিনি। সেখানে থেকে মহকুমা শাসকের জাল সই করা বেশ কিছু নথি উদ্ধার হয়। এরপরই দোকান মালিক জয়ন্ত মিস্ত্রিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বেতাই নতুন পাড়া থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রচুর জাল সার্টিফিকেট, জাল স্ট্যাম্প, ৫০ হাজার টাকা উদ্ধার হয়। পেশায় তিনি একটি জুনিয়র গার্লস হাই স্কুলের প্যারা টিচার। এরপরই রাতেই সমস্ত প্রমাণপত্র সহ তাদের তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Published on: Sep 15, 2023 06:50 PM