5

Ketugram News: ৪টে গাড়িতে ৬৭ গরু

কেতুগ্রামে বৈধ নথি ছাড়াই গাড়ী করে গরু বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিসের হাতে গ্রেপ্তার হল ৮ জন।সেই সঙ্গে আটক ৬৭ টি গরু সমেত চারটি গাড়ি। কিভাবে কোন বৈধ কাগজ ছাড়াই প্রচুর পরিমানে গরু নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে।

Ketugram News: ৪টে গাড়িতে ৬৭ গরু
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 7:36 PM

কেতুগ্রামে বৈধ নথি ছাড়াই গাড়ী করে গরু বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিসের হাতে গ্রেপ্তার হল ৮ জন।সেই সঙ্গে আটক ৬৭ টি গরু সমেত চারটি গাড়ি। গরু গুলিকে নিয়ে চারটি গাড়ি পার্শ্ববর্তী বীরভূম ও মুর্শিদাবাদ জেলা থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দির দিকে ঢুকছিল। কিভাবে কোন বৈধ কাগজ ছাড়াই প্রচুর পরিমানে গরু নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে। কেতুগ্রাম থানা মারফত খবর ধৃতদের নাম বীরভূমের লাভপুর থানার দাউদতুর রহমান মল্লিক, রাজকুমার ধীবর। ধৃত দু’ জনের কাছ থেকে ১৩ টি গরু সমেত একটি পিকআপ ভ্যান আটক করেছে৷ তাছাড়া মুর্শিদাবাদের সেলিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ২২ টি গরু সমেত একটি পিকআপ ভ্যান আটক করেছে৷ মুর্শিদাবাদ জেলার বড়েঞা থানার নুর ইসলাম, লাল্টু শেখ, নয়ন শেখ ও ফরিদ শেখ কে গ্রেপ্তার করেছে৷ এদের কাছ থেকে ১৬ টি গরু সমেত একটি গাড়ি আটক করেছে৷ পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা আমিনুল শেখকে গ্রেপ্তারের পাশাপাশি ১৬ টি গরু সমেত একটি পিকআপ ভ্যান আটক করেছে৷ পুলিস গাড়ি আটকে তাদের বৈধ নথি দেখতে চায়। কিন্তু তারা পুলিসকে বৈধ নথি দেখাতে পারেনি। এরপরেই পুলিস তাদের গ্রেপ্তার করে৷ধৃতদের শুক্রবার কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। পাচারের জন্য গরু গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা দেখতে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিস।

Follow Us: