ভোটের বাজারে পলিটিক্যাল মিষ্টি
কলকাতার মিষ্টির দোকানগুলিতে তৈরি হচ্ছে বিভিন্ন দলের ছাপ দিয়ে মিষ্টি
ভোট আর দশদিনও বাকি নেই। চারদিকে পলিটিক্যাল পার্টির পোষ্টার, রং, স্লোগান। সৃজনশীলতা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে চারদিকে। মিষ্টিই বা দৌড়ে পিছিয়ে পড়ে কেন? উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার মিষ্টির দোকানগুলিতে তৈরি হচ্ছে বিভিন্ন দলের ছাপ দিয়ে মিষ্টি। এর মধ্যে আবার ‘খেলা হবে’ মিষ্টিও ঠাঁই পেয়েছে। কেমন চলছে বাঙালির মিষ্টি নিয়ে মাতামাতি।
Published on: Mar 23, 2021 09:56 AM
Latest Videos