Basirhat ICDS News: ফের খিচুড়িতে পোকা!
বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটি ২৪০নং বুথের ১০২নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ভাসছে।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটি ২৪০নং বুথের ১০২নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ভাসছে। পাশাপাশি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘরেরও শোচনীয় অবস্থা বলে জানান এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর ফলে খিচুড়িতে পোকা দেখা যাচ্ছে। এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ঘর আছে তার উপরে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি দিয়ে বৃষ্টির সময় জল পড়ে। সেই জল ড্রামে ধরে রাখে ও বাচ্চাদের সেই জলে খিচুড়ি রান্না করে দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েরা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পাক এটাই চাইছে স্থানীয় মানুষ।
Published on: Sep 12, 2023 03:29 PM
Latest Videos