FIFA World Cup 2022: বিশ্বকাপ জিতবে পর্তুগাল?
এক পরিসংখ্যান বলছেন, বিশ্বসেরা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কোন পরিসংখ্যানে এই দাবি?
কে জিতবে ২০২২-এর ফিফা বিশ্বকাপ? ফুটবল বিশ্বকাপ শুরুর বহু আগে থেকেই ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গিয়েছে। এক পরিসংখ্যান বলছেন, বিশ্বসেরা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কোন পরিসংখ্যানে এই দাবি করা হচ্ছে?
পরিসংখ্যান বলছে, ২০০৮ থেকে ইউরোর সর্বোচ্চ স্কোরারই জিতেছেন বিশ্বকাপ। ২০০৮-র ইউরোতে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ডেভিড ভিয়া। ২০১০-র বিশ্বকাপ জেতে স্পেন, দলে ছিলেন ডেভিড ভিয়া। ২০১২-র ইউরোয় যৌথভাবে সর্বোচ্চ স্কোরার হন মারিও গোয়ৎজে। ২০১৪-র বিশ্বকাপ ফাইনালে গোৎজের গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি। ২০১৬ ইউরোতে আঁতোয়া গ্রিজম্য়ান ৬ গোল করে সর্বোচ্চ স্কোরার হন। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান সেই গ্রিজম্যানই। ২০২২-র ইউরোতে ৫ গোলে সর্বোচ্চ স্কোর হন রোনাল্ডো। এবার কি তবে রোনাল্ডোর দেশের কপালে জুটবে বিশ্বকাপ? পর্তুগালের সঙ্গে গ্রুপে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও ঘানা।