Adipurush Movies: মুক্তির পরই বিপাকে প্রভাসের  ছবি 'আদিপুরুষ'

Adipurush Movies: মুক্তির পরই বিপাকে প্রভাসের ছবি ‘আদিপুরুষ’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 17, 2023 | 10:16 PM

মুক্তির পরই বিপাকে প্রভাসের ছবি 'আদিপুরুষ'। এবার হিন্দু সেনার তরফে দাবি করা হয়েছে, এই ছবি দেখার যোগ্য নয়। শুধু তাই-ই নয়, জল গড়িয়েছে কোর্ট পর্যন্তও।

শাহরুখ ফ্য়ানদের জন্য সুখবর!

ছেলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছেলে আরিয়ান খানের সঙ্গে করণ জোহরের শো, কফি উইথ করণে হাজির হবেন পিতা-পুত্র।

বিপাকে ‘আদিপুরুষ’

মুক্তির পরই বিপাকে প্রভাসের ছবি ‘আদিপুরুষ’। এবার হিন্দু সেনার তরফে দাবি করা হয়েছে, এই ছবি দেখার যোগ্য নয়। শুধু তাই-ই নয়, জল গড়িয়েছে কোর্ট পর্যন্তও। ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে হিন্দু সেনা।

সলমনের হুঁশিয়ারি

আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিগ বস ওটিটি-এর নতুন সিজন। আর এই শো-এর ইভেন্টে সঞ্চালক সলমন খান সাফ জানিয়ে দেন, শো-এ ভারতীয় সংস্কৃতীকে আঘাত করে, এমন কোনও কিছু তিনি বরদাস্ত করবেন না।

সঞ্চালনার টাকায় হচ্ছে না কপিলের

তাঁর আর্থিক অবস্থা ভাল নয়, বরাবরই তা দাবি করেন কপিল শর্মা। তবে এবার মজা করে বললেন,”যা আয় তা দিয়ে চলছে না সংসার। তাই লাইভ ব্লগিং শুরু করে দিয়েছি।”

টলিপাড়ায় নয়া বিনোদিনী

টলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। এবার পরনে সাদা শাড়ি, গলায় ঘুমসি, ঠিক যেন বিনোদিনী লুকে ধরা দিলেন তিনি। যা মুহূর্তের মধ্যে হল ভাইরাল।

শাকিব খানের ছবিতে অরিজিৎ

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে কোরবানি ইদে মুক্তি পেতে চলা শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’য় থাকবে অরিজিতের গান। সেই নিয়ে নির্মাতারা কিছুই নিশ্চিত করেননি। তবে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজক তথা ফিল্ম পরিবেশক অনন্য মামুন শনিবার ফেসবুকে স্পষ্ট করে জানান, তাঁর আসন্ন ছবিতে গান গাইতে চলেছেন তাঁর ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং।

বক্স অফিসে লক্ষীলাভ ‘আদিপুরুষ’-এর

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে ‘আদিপুরুষ’। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে থেকে ছবির প্রথম দিনের ব্যবসার অঙ্ক প্রকাশ করা হয়েছে। বিশ্বব্য়াপী বক্স অফিসে প্রথম দিন ১৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

মায়ের জন্মদিনে প্রিয়াঙ্কার গিফ্ট

৭০ বছরে পা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। মায়ের জন্মদিনে নেটমাধ্যমের পাতায় একটি মন্তাজ ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। গত কয়েক দশকে মায়ের সঙ্গে কাটানো আনন্দে ভরা মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

নিম করোলি ধামে মিমি

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পড়েছেন সাংসদ মিমি চক্রবর্তী। ভক্তিভরে পুজো দিয়ে ছবি শেয়ার করলেন তিনি। পরে আছেন পিঙ্ক টি-শার্ট। খোলা চুল। নো মেকআপ লুকেও সুন্দর লাগছে বেশ।