Prashant Kishor: বিহারে কোন ভুল করেছিলেন PK? দোষ স্বীকার করে নিলেন নিজে…
Bihar Assembly Election 2025: প্রশান্ত কিশোর বলেন, "ভোট টানতে এই টাকার প্রতিশ্রুতিই যথেষ্ট ছিল। সেই কারণেই নীতীশ কুমারের জেডিইউ ৮৫ আসনে জয়ী হয়েছে, যা গত নির্বাচনের তুলনায় অনেক বেশি। নাহলে জেডিইউ-র ২৫ আসনের বেশি পাওয়ার কথাই ছিল না। পিকে-র দাবি, এনডিএ টাকা দিয়ে ভোট কিনেছে।"
বিহার নির্বাচনে বড় ভুল করেছেন প্রশান্ত কিশোর। নির্বাচনের ফল প্রকাশের পর এ কথা স্বীকার করে নিলেন তিনি নিজেই। জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বললেন যে বিহার নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা না করে ভুল করেছেন। বিহারের নির্বাচনে এনডিএ-র জয়ের পিছনে টাকার খেলা হয়েছে বলেই দাবি করলেন তিনি। বললেন, মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা বড় ফ্যাক্টর হয়েছে বিহারের ভোটে। ভোট টানতে এই টাকার প্রতিশ্রুতিই যথেষ্ট ছিল। সেই কারণেই নীতীশ কুমারের জেডিইউ ৮৫ আসনে জয়ী হয়েছে, যা গত নির্বাচনের তুলনায় অনেক বেশি। নাহলে জেডিইউ-র ২৫ আসনের বেশি পাওয়ার কথাই ছিল না। পিকে-র দাবি, এনডিএ টাকা দিয়ে ভোট কিনেছে।
Latest Videos
