Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তনয়া প্রেরণা, জানেন তাঁর অন্য পরিচয় কী?
প্রেরণা চট্টোপাধ্যায়ের বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অথচ বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর, রূপে গুণে অংশ কম নন তিনি, চিনে নিন তাঁকে।
প্রেরণা চট্টোপাধ্যায়ের বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অথচ বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর, রূপে গুণে অংশ কম নন তিনি, চিনে নিন তাঁকে। প্রেরণার মা প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা ঠাকুরতা। দেবশ্রী রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অপর্ণাকে বিয়ে করেন তিনি । সব ভালই চলছিল কিন্তু ২০০২ এ ভেঙে যায় তাঁদের বিয়ে । প্রেরণার বয়স তখন মাত্র এক বছর । এর পরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি । মেয়ে প্রেরণাও বড় হয়েছে মায়ের কাছেই। তাঁর রূপ দেখলে ভিরমি খাবেন তাবড় হিরোইনও। তবে না, হিরোইন হতে চাননি প্রেরণা। আদ্যোপান্ত কেতাদুরস্ত হলেও লাইমলাইট থেকে তাঁর অবস্থান বহু দূরে । আপাতত তিনি থাকেন লন্ডনে । ওকালতি নিয়ে পড়াশোনা করেন। নিজের বৃত্তে ভালই আছেন তিনি ।
Latest Videos