SSC: করুণাময়ীতে মিছিল, ক্ষোভ ‘বঞ্চিত’ নবাগত শিক্ষক পদপ্রার্থীদের
SSC: ন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছেন নবাগতরা। চাকুরীপ্রার্থীদের বক্তব্য, তিন ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা ৮ টার মধ্যে প্রস্তুত করতে হবে, ১০ নম্বর বাদ দিতে হবে কমিশনকে।
কলকাতা: ফের উত্তপ্ত রাজপথ। ফের রাস্তায় চাকরিপ্রার্থীরা। তবে এবার নবাগতরা। বঞ্চনার অভিযোগে করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করলেন এসএসসি- ২০২৫-এর এগারো বারোর পরীক্ষায় নবাগতরা। ‘কাট অফ’ ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে গিয়েছেন নতুনরা। পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। এমনও অভিযোগ উঠছে, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হয়নি বহু প্রার্থীর। ইন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার নম্বরের জোরে বাড়তি দশ নম্বর পেয়েছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছেন নবাগতরা। চাকুরীপ্রার্থীদের বক্তব্য, তিন ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা ৮ টার মধ্যে প্রস্তুত করতে হবে, ১০ নম্বর বাদ দিতে হবে কমিশনকে।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

