‘ক্ষুদ্র’ প্রচেষ্টা

'ক্ষুদ্র' প্রচেষ্টা। ছোটদের চেষ্টা। অন্যের পাশে দাঁড়ানোর। সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কেউ এখন দোকানে বসে। কেউ শুধুই পড়াশোনা করছে। কেউ কাজ খুঁজছে। কেউ কাগজও দিচ্ছে বাড়ি বাড়ি।

'ক্ষুদ্র' প্রচেষ্টা
| Updated on: Jun 21, 2021 | 12:25 PM

পাতলা চেহারার রাহুল। সকালে সাইকেলে করে বাড়ি-বাড়ি কাগজ আর দুধ দেয়। ওর বন্ধুরা কেউ দোকানে বসে। কেউ কাজ পায়নি। পড়ছে। ফেলে আসা স্কুলের দিদিমণি একদিন বললেন, “আমি রেঁধে দেব। তোরা বাড়ি-বাড়ি দিতে পারবি?” তারা রাজি। তারপর পোড়ো বাড়ির জঙ্গল কেটে নিজেরাই ঝাড়পোঁচ করে একটা ওয়ার-রুম বানাল। সেখান থেকে অনলাইন ডাক্তারখানা, ওষুধ, খাবার দেওয়া… সব ওরাই করছে। আর এইসব করতে গিয়ে টিমের একজনের এখন করোনা।
‘ক্ষুদ্র’ প্রচেষ্টা। ছোটদের চেষ্টা। অন্যের পাশে দাঁড়ানোর। সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কেউ এখন দোকানে বসে। কেউ শুধুই পড়াশোনা করছে। কেউ কাজ খুঁজছে। কেউ কাগজও দিচ্ছে বাড়ি বাড়ি। কাগজ দেয় যে, খাবারও দেয় সে। এদেরই উৎসাহ দিলেন ওদের দিদিমণি। করোনার সময় রাঁধছেন শিক্ষিকা। আর পৌঁছে দিচ্ছে ছাত্ররা।

Follow Us: