Durgapur Protest On Rose Valley: আবার মাথা চাড়া দিল রোজভ্যালি!
রোজভ্যালির আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সহ অন্যান্য জায়গার রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারী ও এজেন্টরা বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে ।
রোজভ্যালির আমানতকারী ও এজেন্টদের বিক্ষোভ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সহ অন্যান্য জায়গার রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারী ও এজেন্টরা বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সামনে । তাদের দাবি দুর্গাপুরের এই হোটেলের মালিক ছিল রোজভ্যালি। রাজ্যে চিটফান্ড সংস্থাগুলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরদারিতে আসায় পাততারি গোটায়। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় রোজভ্যালির মালিকানায় থাকা হোটেল সেই সময় বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর পরে আদালতের নির্দেশে নাম বদল করে পুনরায় অন্য সংস্থা হোটেলটি চালু করেছে। কিন্তু রোজভ্যালির আমানতকারীরা এখনও পর্যন্ত তাদের বকেয়া টাকা পাননি। তাই তাদের দাবি রাজ্যে রোজভ্যালির বিভিন্ন হোটেলগুলি পুনরায় অন্য সংস্থার মারফত চালু হলেও কেন তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। তাদের দাবি আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেয়ার ব্যবস্থা করুক সরকার। এদিন দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। আন্দোলনকারীদের অভিযোগ তাদের টাকা ফেরত না দিয়ে তাদেরই টাকায় তৈরি হোটেল কি করে চলে। এজেন্টদের অভিযোগ আমানতকারীরাদের টাকা ফেরত না দিতে পারলে এলাকায় থাকা দায় হয়ে উঠেছে।
পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে আইনের আশ্রয় নিতে বললে বিক্ষোভ ওঠে l
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

