Jaynagar Crime: গালাগালির প্রতিবাদই কাল, পিটিয়ে মারল ‘মাতাল’রা
মদ্যপ যুবকদের মাতলামির প্রতিবাদ করায় প্রাণ গেল বছর ৪০-এর সায়ম খানের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল একদল যুবক। সেই দৃশ্য দেখে প্রতিবাদ করেন সায়ম খান। প্রথমে পুলিশ এসে তাদের থামায়। তবে পরের দিন রাতে ওই যুবকেরা সংঘবদ্ধভাবে ফিরে এসে সায়মের উপর চড়াও […]
মদ্যপ যুবকদের মাতলামির প্রতিবাদ করায় প্রাণ গেল বছর ৪০-এর সায়ম খানের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল একদল যুবক। সেই দৃশ্য দেখে প্রতিবাদ করেন সায়ম খান। প্রথমে পুলিশ এসে তাদের থামায়। তবে পরের দিন রাতে ওই যুবকেরা সংঘবদ্ধভাবে ফিরে এসে সায়মের উপর চড়াও হয়।
লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় অন্যত্র। কিন্তু শেষরক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শাস্তির দাবি তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কী বলছে প্রতিবেশীরা? দেখুন ভিডিয়ো।