AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Punit Bisht News: অভিমানে ক্রিকেট ছাড়লেন বিরাটের সতীর্থ

Punit Bisht News: অভিমানে ক্রিকেট ছাড়লেন বিরাটের সতীর্থ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 12:57 PM

Share

২০০৬ এ বিরাট কোহলির পিতা প্রেম কোহলির মৃত্যুর পরের দিন কর্ণাটকের সঙ্গে ম্যাচ ছিল দিল্লির। বিরাটের সঙ্গে সেই ম্যাচে ওপেন করেন দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান পুনিত বিস্ত। ১৭ বছর ঘরোয়া ক্রিকেটে ২৭২টি ম্যাচ খেলার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেন পুনিত।

২০০৬ এ বিরাট কোহলির পিতা প্রেম কোহলির মৃত্যুর পরের দিন কর্ণাটকের সঙ্গে ম্যাচ ছিল দিল্লির। সেই ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। বিরাটের সঙ্গে সেই ম্যাচে ওপেন করেন দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান পুনিত বিস্ত। ১৭ বছর ঘরোয়া ক্রিকেটে ২৭২টি ম্যাচ খেলার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেন পুনিত। তাঁর ক্যারিয়ারে একাধিকবার পারফর্ম করেও জাতীয় দলের দরজা খোলেনি। ২০০৭-০৮ এ রঞ্জি জয়ী দিল্লি দলের সদস্য ছিলেন পুনিত। জম্মু ও কাশ্মীর ও মেঘালয়ের হয়েও খেলেন পুনিত বিস্ত। পুনিত খেলেছেন ল্যাঙ্কাশায়ার টি-২০ ও ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথম শ্রেণীর ১০৩ ম্যাচে ৫২৩১ রান পুনিতের। গড় ৩৮ এরও বেশি। শতকের সংখ্যা ১০টি। সর্বোচ্চ রান ৩৪৩। উইকেট কিপার হিসাবে নিয়েছেন ২৯৯টি ক্যাচ। করেছেন ১৯টি স্ট্যাম্পিং। লিস্ট A-তে ১০৩টি ম্যাচে পুনিত করেন ২৯২৪ রান। লিস্ট A-তে ৬টি শতক ও ১৭টি অর্ধশতক আছে পুনিতের। ৬৬ টি-২০ ম্যাচে পুনিতের রান ১০৩৮, গড় ২১.১৮।