প্রকাণ্ড এক অজগরকে সামান্য দড়ি আর ফাটা প্লাস্টিক ব্যারেলের সাহায্যে কাবু করা যায়,কখনও শুনেছেন? কেবল মুরগির লোভ দেখিয়ে তাকে বাগে আনা যায় ভেবেছেন? ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি জীবন্ত মুরগিকে মাটির ওপর একটি গাছের ডাল পুঁতে দাঁড় করানো আছে। সেই সঙ্গে মুরগি ও জলের মাঝখানে একটি নীল রঙের বড় পাইপও শোয়ানো হয়েছে। পাইথনটি দ্রুত মুরগির দিকে আসতেই পাইপের মধ্যে ঢুকে যায়। পাইথন নিজেকে সেই ফাঁদ থেকে মুক্ত করার জন্য সমস্ত প্রচেষ্টা করেও ব্যর্থ হয়। পাইথন ধরার একটি এই কৌশলটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ৫০ লাখেরও বেশি ভিউ হয়েছে।