Investment Plan: সিগারেট ছাড়লেই কোটিপতি!

Investment Plan: সিগারেট ছাড়লেই কোটিপতি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 25, 2023 | 4:44 PM

টাকা সঞ্চয়ের জন্য রোজকার ধূমপান ছেড়ে দিন। প্রতিদিন সিগারেটের জন্য যে টাকা খরচ হয়,সেই টাকা আপনি যদি বিনিয়োগ করুন। সেই টাকায় কয়েক বছরের মধ্য়েই আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যাবেন। সাধারণত যারা প্রতিদিন ধূমপান করেন,তাদের প্রতিদিন সিগারেটের পিছনে যদি ১০০ টাকা খরচ হয়। এই টাকা যদি সঞ্চয় করে,কোথাও বিনিয়োগ করলে,ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় হবে

আজকের যুগে টাকা পয়সার প্রয়োজন সকলের। কোটিপতি হতে কে না চান? উপার্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে টাকা সঞ্চয় করতে অনেকেই পারেন না। যদি আপনিও অর্থ সঞ্চয় করতে চান, তবে অতি সহজ একটি পদ্ধতি অনুসরণ করুন। টাকা সঞ্চয়ের জন্য রোজকার ধূমপান ছেড়ে দিন। প্রতিদিন সিগারেটের জন্য যে টাকা খরচ হয়,সেই টাকা আপনি যদি বিনিয়োগ করুন। সেই টাকায় কয়েক বছরের মধ্য়েই আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যাবেন। সাধারণত যারা প্রতিদিন ধূমপান করেন,তাদের প্রতিদিন সিগারেটের পিছনে যদি ১০০ টাকা খরচ হয়। এই টাকা যদি সঞ্চয় করে,কোথাও বিনিয়োগ করলে,ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় হবে। সিগারেটের জন্য খরচ করা অর্থ কোথায় বিনিয়োগ করবেন? যদি সুরক্ষিত বিনিয়োগ করতে চান,তবে এসআইপি-তে বিনিয়োগ করতে পারেন। যদি প্রতিদিন এসআইপি-তে ১০০ টাকা করে বিনিয়োগ করেন, এক মাসে আপনার ৩ হাজার টাকা সঞ্চয় হবে। বছরে আপনার ৩৬ হাজার টাকা সঞ্চয় হবে। এসআইপিতে বিনিয়োগ করে আপনি ১২% রিটার্ন পাবেন বছরে। যদি ৩০ বছর ধরে বিনিয়োগ করেন,তবে আপনার সঞ্চয় করা অর্থের পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৭৪১ টাকা। ১০.৮ লক্ষ টাকা বিনিয়োগ করেলে, আপনার সঞ্চয় করা অর্থের পরিমাণ হবে ৯৫ লক্ষ টাকা।

Published on: Apr 25, 2023 04:44 PM